- প্রচ্ছদ
-
- ঢাকা
- জাজিরার নাওডোবা ইউপিতে ইউএনডিপির গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্প পরিদর্শন
জাজিরার নাওডোবা ইউপিতে ইউএনডিপির গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্প পরিদর্শন
প্রকাশ: ২১ জানুয়ারি, ২০২৪ ৪:০৭ অপরাহ্ণ
শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা ইউনিয়ন পরিষদে বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায়ে প্রকল্পের মাঠ পর্যায়ে কার্যক্রম পরিদর্শন করেছেন, ইউএনডিপির প্রজেক্ট এনালিষ্ট মোঃ শাহাদাত হোসেন। রবিবার (২১ জানুয়ারী ২০২৪) সকালে এ পরিদর্শন করা হয়। এসময় তার সাথে ছিলেন, বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয় করণ ৩য় পর্যায়ে প্রকল্পের ডিস্ট্রিক ম্যানেজার মোঃ আল ফারুক গাজী প্রমূখ। এ সময় উপস্থিত ছিলেন, নাওডোবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আলমগীর ঢালী, ইউপি সদস্য বৃন্দ, ইউপি সচিব ও হিসাব সহকারী ,সুশীল সহ সমাজের প্রতিনিধি এবং সাংবাদিকগন। জানাগেছে, বাংলাদেশ সরকারের অর্থায়নে ইউরোপিয়ন ইউনিয়ন ও ইউএনডিপির আর্থিক ও কারিগরি সহযোগিতায় স্থানীয় সরকার বিভাগ পল্লী উন্নয়ন ও সমব্য় মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত স্থানীয় পর্যায়ে ন্যায় বিচাার নিশ্চিত কল্পে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায়ে প্রকল্পের সঠিক বাস্তবায়নে ইউপি চেয়ারম্যান, সচিব, হিসাব সহকারী ও ইউপি সদস্যদের দায়িত্ব ও কর্তব্য এবং চলমান অগ্রগতির বিষয়ে নাওডোবা ইউনিয়ন পরিষদের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় প্রজেক্ট এনালিস্ট বলেন, গ্রাম আদালতের অন্যতম উদ্দেশ্য হলো ছোট খাটোে ব্যাপারে উচ্চ আদালতের মামলার জট কমানো এবং গ্রামীণ প্রান্তিক জনগোষ্টির বিচারিক সেবা প্রাপ্তি নিশ্চিত করা । এ জন্য ইউনিয়ন পরিষদের সকল প্রতিনিধিদের আরো বেশি দায়িত্বশীল হয়ে কাজ করতে হবে, প্রচারণা বৃদ্ধি করতে হবে। তাহলেই ইউনিয়ন পর্যায়ে গ্রাম আদালত সক্রিয়করণ করা সম্ভব হবে। মতবিনিময় শেষে তিনি গ্রাম আদালত এজলাস পরিদর্শন করেন। এছাড়াও উপজেলার মূলনা ইউনিয়ন পরিষদেও একই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
Please follow and like us:
20 20