শরীয়তপুর প্রতিনিধি:শরীয়তপুরের জাজিরা উপজেলা যুবদলের সভাপতি মোঃ আলমগীর হোসেন ও উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক মাজহারুল ইসলাম রনিকে তাদের স্ব স্ব বাসা (জাজিরা) থেকে জাজিরা থানা পুলিশ গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করেছে। শুক্রবার সকালে তারা বিএনপির ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দলীয় নেতাকর্মীদের নিয়ে পদ্মার চরে পিকনিক করতে নৌবিহারে যাওয়ার কথা ছিল। এ খবর পেয়ে পুলিশ তাদেরকে বৃহস্পতিবার ভোররাতে বাসা থেকে গ্রেফতার করেছে বলে দলীয় সূত্র জানিয়েছে। গ্রেফতার করে শুক্রবার জাজিরা থানার একটি নিয়মিত পুরাতন মারামারি মামলায় গ্রেফতার দেখিয়ে কোর্টে সোপর্দ করেছে। তারা দুজনই জেল হাজতে আছেন।
এদিকে, জাজিরা উপজেলা যুবদলের সভাপতি মোঃ আলমগীর হোসেন ও উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক মাজহারুল ইসলাম রনিকে গ্রেফতারের নিন্দা জানিয়েছেন শরীয়তপুর জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। তারা উক্ত দু’নেতাকে অবিলম্বে মুক্তি দাবী করেছেন।
এব্যাপারে জাজিরা থানার ওসি মোঃ মাহবুবুর রহমান বলেন, জাজিরা যুবদলের সভাপতি ও ছাত্রদলের সাবেক আহবায়ককে একটি নিয়মিত মামলায় গ্রেফতার করে কোর্টে সোপর্দ করা হয়েছে।