আজ রবিবার | ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১২ই রজব, ১৪৪৬ হিজরি | রাত ১২:৪৮
বিডি দিনকাল ডেস্ক :জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি রফিক হাওলাদারকে গ্রেফতার ও রিমান্ডে নেয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ সহ স্বেচ্ছাসেবক দল-মুন্সিগঞ্জ জেলাধীন সদর থানা শাখার সদস্য সচিব শামীম ওসমান এর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী এবং সাধারণ সম্পাদক রাজিব আহসান।
আজ এক বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, “বর্তমান নিপীড়ক সরকার পরিকল্পিতভাবে বিএনপি-কে ধ্বংস করার জন্য নানামূখী নীলনক্শা প্রনয়ণ করে চলেছে। সরকার তাদের দুঃশাসনের প্রতিপক্ষ মনে করে বিএনপি’র নেতাকর্মীদের গ্রেফতার করে আটকে রাখছে, যাতে বর্তমান দু:শাসনের বিরুদ্ধে সাহসী সংগ্রামে এগিয়ে যেতে না পারে। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি রফিক হাওলাদারকে গ্রেফতার ও রিমান্ডে নেয়া সহ স্বেচ্ছাসেবক দল-মুন্সিগঞ্জ জেলাধীন সদর থানা শাখার সদস্য সচিব শামীম ওসমান এর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের ঘটনা সরকারের চলমান দমন-পীড়ণ ও নিষ্ঠুরতারই ধারাবাহিকতা। গুম, খুন, অপহরণ, বিচার বহির্ভূত হত্যাকান্ড এবং দেশ পরিচালনায় চরম ব্যর্থতা আড়াল করতেই আওয়ামী ফ্যাসিস্ট সরকার নানা কায়দায় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ওপর জুলুম-নির্যাতন অব্যাহত রেখেছে। অবৈধ শাসকগোষ্ঠীর সিংহাসন এখন নড়বড়ে। তাই ভয়াবহ দুঃশাসন টিকিয়ে রাখতেই নেতাকর্মীদেরকে গ্রেফতার, রিমান্ডে নেয়া এবং মিথ্যা মামলায় জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নতুন উদ্যোগ নিয়েছে সরকার। কিন্তু বর্তমান ভোটারবিহীন সরকারের উদ্দেশ্যে বলতে চাই-আপনাদের দিন শেষ হয়ে এসেছে। অনাচার, অবিচার ও লুটপাটকারী সরকারকে পরাজিত করতে বিএনপি নেতাকর্মীদেরকে কোনভাবেই দমিয়ে রাখা যাবে না। আমরা রফিক হাওলাদার এবং শামীম ওসমানের বিরুদ্ধে দায়েরকৃত বানোয়াট ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা প্রত্যাহারসহ অবিলম্বে তাদের নি:শর্ত মুক্তির জোর দাবি করছি।”
Dhaka, Bangladesh শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:06 PM |
Asr | 3:09 PM |
Magrib | 5:30 PM |
Isha | 6:50 PM |