আজ শনিবার | ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১১ই রজব, ১৪৪৬ হিজরি | রাত ১০:৪৯
স্টাফ রিপোর্টার:-জাতীয় পার্টির নতুন মহাসচিব ও সাবেক মন্ত্রী মুজিবুল হক চুন্নু’কে জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব, বিশিষ্ট সমাজ সেবিকা ও নারীনেত্রী এ্যাড. শাহিদা রহমান রিংকু ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন। সম্প্রতি তাঁকে (মুজিবুল হক চুন্নু’কে) এ ফুলেল শুভেচ্ছা জানান এ্যাড. শাহিদা রহমান রিংকু।
তিনি (এ্যাড. শাহিদা রহমান রিংকু) জাতীয় পার্টির যে কোন কাজে দলীয় নেতা-কর্মীদের নিয়ে অংশগ্রহণ করেন। তিনি দীর্ঘদিন যাবৎ জাতীয় পার্টির সাথে থেকে কাজ করে চলছেন। জাতীয় পার্টির একজন নিবেদিক প্রাণ হিসেবে কাজ করে যাচ্ছেন তিনি। তিনি জাতীয় পার্টির যুগ্ম মহিলা বিষয়ক সম্পাদক, জাতীয় মহিলা পার্টির যুগ্ম-সাধারণ সম্পাদক ও সহ-সভাপতি এবং ঢাকা মহানগর দক্ষিণের আহবায়ক পদে সততার সাথে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব ও জাতীয় মহিলা পার্টির আহবায়ক কমিটির অন্যতম সদস্য হিসেবে দায়িত্বরত।
জানাগেছে, জাতীয় পার্টি’র কো-চেয়ারম্যান মুজিবুল হক চুন্নু’কে পার্টির নতুন মহাসচিব করা হয়েছে। শনিবার জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এক সাংগঠনিক আদেশে তাকে মহাসচিব হিসেবে নিয়োগ প্রদান করেছেন। গত ২ অক্টোবর পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু’র মৃত্যুজনিত কারণে মহাসচিবের পদ’টি শূন্য হওয়ায় তাকে এ নিয়োগ প্রদান করা হয়েছে। গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় পার্টির গঠনতন্ত্রের ২০/১ (১) ক উপধারা এর প্রদত্ত ক্ষমতা বলে এ আদেশ ৯ অক্টোবর, ২০২১ থেকে কার্যকর হয়।
উল্লেখ্য, মুজিবুল হক চুন্নু ১৯৮৬ সালে অনুষ্ঠিত তৃতীয় জাতীয় সংসদ নির্বাচন ও ১৯৮৮ সালে অনুষ্ঠিত চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে তৎকালীন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য নির্বাচিত হন। মহাজোট প্রার্থী হিসেবে কিশোরগঞ্জ-৩ আসন থেকে ২০০৮ সালে অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হন তিনি। এরপর ২০১৪ সালে অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনেও ৬২ হাজার ৯১৮ ভোট পেয়ে বিজয়ী হন।
সর্বশেষ ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে মহাজোট থেকে তিনি পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন। এছাড়াও তিনি বাংলাদেশ সরকারের তৃতীয় মন্ত্রী সভায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী’র দায়িত্ব পালন করেছেন।
প্রসঙ্গত, গত ২ অক্টোবর রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন, জাতীয় পার্টির মহাসচিব ও সাবেক মন্ত্রী জিয়া উদ্দিন আহমেদ বাবলু। মহামারি করোনায় আক্রান্ত হয়ে মারা যান তিনি। এরপরই মহাসচিবের পদটি শূন্য হয়।
এর আগে এবিএম রহুল আমিন হাওলাদার বিভিন্ন মেয়াদে প্রায় ১৯ বছর জাতীয় পার্টির মহাসচিবের দায়িত্ব পালন করেন। জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ মশিউর রহমান রাঙ্গা আগে একবার মহাসচিব ছিলেন। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের তাঁকে সরিয়ে জিয়া উদ্দিন আহমেদ বাবলু’কে মহাসচিব করেন।
Dhaka, Bangladesh শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:06 PM |
Asr | 3:09 PM |
Magrib | 5:30 PM |
Isha | 6:50 PM |