আজ রবিবার | ২১শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |৫ই রজব, ১৪৪৬ হিজরি | সকাল ৯:৩৬
জাপানের ওয়াকায়ামায় একটি সভায় বক্তব্য রাখছিলেন প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। আর এসময়েই বেশ জোরেশোরে একটি বিস্ফোরণ হয় সেখানে। আর সঙ্গে সঙ্গেই কিশিদাকে রীতিমতো টেনে হিঁচড়ে সভাস্থল থেকে দূরে সরিয়ে নেয়া হয়।যদিও পরে জানা যায়, বিস্ফোরনটি হয়েছিল মূলত স্মোক বোম বা ধোঁয়া বোমা নিক্ষেপের কারণে। এতে কেউ হতাহত হননি।
বিবিসির খবরে জানানো হয়েছে, সম্ভাব্য হামলাকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এক ভিডিওতে দেখা যায়, পাইপের মতো একটি বস্তু ছোড়া হয় কিশিদাকে লক্ষ্য করে। আর তা থেকেই ভয়াবহ বিস্ফোরণ হয়। স্থানীয় পুলিশ এই ঘটনা নিয়ে এখনও গণমাধ্যমকে বিস্তারিত কিছু জানায়নি। দেয়া হয়নি কোনও অফিসিয়াল বিবৃতিও।
ওই সময়কার এক ভিডিও ফুটেজে দেখা গেছে ফুমিও কিশিদাকে টেনে সরিয়ে নেয়া হচ্ছে। এর আগে গত বছর জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবেকে হত্যা করা হয়। তাকেও এমন এক জনসভায় বক্তব্য রাখার সময় হত্যা করা হয়।
ফলে কিশিদাকে লক্ষ্য করে হামলার পর আতঙ্কিত হয়ে পড়েন সবাই। তবে বিস্ফোরণের পর গোটা এলাকা ধোঁয়ায় ভরে যাওয়া ছাড়া আর কিছু হয়নি।
বিস্ফোরণের বিষয়টি নজরে আসার সঙ্গে সঙ্গে কিশিদার নিরাপত্তা কর্মীরা এগিয়ে আসেন তাকে রক্ষা করতে। কে বা কারা এই ঘটনার নেপথ্যে রয়েছে, তা খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ। ওয়াকামার ১ নম্বর জেলায় উপ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সেই নির্বাচনের জন্য প্রচার চালাতে গিয়েছিলেন কিশিদা।
Dhaka, Bangladesh রবিবার, ৫ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:22 AM |
Sunrise | 6:42 AM |
Zuhr | 12:04 PM |
Asr | 3:05 PM |
Magrib | 5:26 PM |
Isha | 6:46 PM |