আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ৪:৩৩
বিডি দিনকাল ডেস্কঃ- জামিনে মুক্তি পেয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার মেজর (অব.) শাহজাহান ওমর বীর উত্তম। বুধবার দুপুরে বাসে আগুন দেয়ার অভিযোগে রাজধানীর নিউমার্কেট থানার একটি মামলায় জামিন পান তিনি। ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ ফয়সাল আতিক বিন কাদেরের আদালত তাকে জামিন দেয়।
এ তথ্য নিশ্চিত করে আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার গণমাধ্যমকে বলেছেন গতকাল বুধবার সন্ধ্যা ৬টার দিকে কারাগার থেকে মুক্তি পান শাহজাহান ওমর। তিনি বলেছেন, শাহজাহান ওমরের বিরুদ্ধে একটি মামলা ছিল। কিন্তু মামলার এজাহারে তার নাম ছিল না। এছাড়া তিনি একজন বীরমুক্তিযোদ্ধা। সেকারণে আদালত তাকে জামিন দিয়েছে।
উল্লেখ্য ৪ঠা নভেম্বর ভোরে রাজধানীর একটি বাসা থেকে শাহজাহান ওমরকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।
এরপর গাউছিয়া মার্কেট এলাকায় যাত্রী ছাউনির সামনে মিরপুর সুপার লিংক লিমিটেডের একটি বাসে আগুন দেয়ার ঘটনায় বাসচালক নিউমার্কেট থানায় একটি মামলা করেন। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। গত ৫ নভেম্বর তার চারদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ৯ই নভেম্বর রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক সাইরুল ইসলাম। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |