আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ১২:০৮
বিডি দিনকাল,ডেস্ক :-জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস জাতীয় নির্বাহী কমিটির সভাপতি অধ্যাপক ড. মামুন আহমেদ এবং সাধারণ সম্পাদক চিত্রনায়ক হেলাল খান আজ এক বিবৃতিতে বলেন, যারা মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম-কে নিয়ে মান্নান হীরার রচনা ও পরিচালনায় ইলেকট্রনিক মিডিয়ায় ‘ইনডেমনিটি’ নাটকের মাধ্যমে সভ্য সংস্কৃতি বিবর্জিত নাটক মঞ্চস্থ করতে যাচ্ছে সেটি সুপরিকল্পিত। এই নাটকের সাথে সংশ্লিষ্টদের প্রতি ঘৃনা, নিন্দা ও প্রতিবাদ জানিয়ে নেতৃদ্বয় বলেন, মান্নান হীরার তৈরী করা নাটকটি মূলতঃ ১৯৭৫ সালের ২৬ সেপ্টেম্বর রাষ্ট্রপতি খোন্দকার মোস্তাক আহমেদ এর জারী করা ইনডেমনিটি অধ্যাদেশটিকে বিকৃত করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর নাম যুক্ত করে উপস্থাপন করা হয়েছে। নেতৃদ্বয় অবিলম্বে নাটক বন্ধসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের শাস্তির দাবি জানান। নেতৃদ্বয় আরও বলেন, সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান এমন একটি প্রতিষ্ঠান যেখানে কোন নাটক কিংবা সাইনবোর্ড পরিবর্তন করে বাংলাদেশের জনগণের হৃদয় থেকে তাঁর নাম মুছে ফেলা কোনক্রমেই সম্ভব নয়। এই সকল নাটক বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার শহীদ জিয়াউর রহমানের বিরুদ্ধে পরিকল্পিত গভীর ষড়যন্ত্রেরই অংশ। এই সকল অপকর্ম করে শহীদ জিয়াউর রহমানকে ছোট কিংবা হেয় প্রতিপন্ন করা যাবে না। মরহুম রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বীর সেনানী, তিনি বাংলাদেশের জনগণের হৃদয়ে আছেন এবং চিরকাল থাকবেন।JASAS-STATEMENT-25-09-20
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |