আজ মঙ্গলবার | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সন্ধ্যা ৬:৪৫
বিডি দিনকাল ডেস্ক:- বাড্ডা থানার একটি বানোয়াট ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলায় ঢাকা মহানগর উত্তর বিএনপি’র সদস্য জাহাঙ্গীর মোল্লা, বাড্ডা থানাধীন ৪১ নম্বর ওয়ার্ড বিএনপি’র সদস্য বাচ্চু মিয়া, জাতীয়তাবাদী যুবদলের সাবেক নেতা ইসমাইল এবং আবু বকর সিদ্দিককে নি¤œ আদালত দুই বছর করে সাজা প্রদানের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য, সাবেক এমপি, সাবেক মন্ত্রী, ডাকসু’র সাবেক ভিপি ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক জনাব আমান উল্লাহ আমান এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক জনাব আমিনুল হক।
আজ এক বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, “দেশে এখন চলছে কর্তৃত্ববাদী শাসন। অবৈধ ও অনৈতিক আওয়ামী লীগ সরকার দেশের আইন-আদালতকে কব্জায় নিয়ে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনসহ বিরোধী দলীয় নেতাকর্মীদের ওপর বেপরোয়া জুলুম-নির্যাতন চালিয়ে যাচ্ছে। বাড্ডা থানার একটি অসত্য মামলায় ঢাকা মহানগর উত্তর বিএনপি’র সদস্য জাহাঙ্গীর মোল্লা, বাড্ডা থানাধীন ৪১ নম্বর ওয়ার্ড বিএনপি’র সদস্য বাচ্চু মিয়া, জাতীয়তাবাদী যুবদলের সাবেক নেতা ইসমাইল এবং আবু বকর সিদ্দিককে নি¤œ আদালত দুই বছর করে সাজা প্রদানের ঘটনা সেই জুলুম-নির্যাতনেরই ধারাবাহিকতা। দেশে এখন আইনের শাসন নেই, বিচার বিভাগের স্বাধীনতা নেই, সবকিছুকে করায়ত্ত্বে নিয়ে জনবিচ্ছিন্ন সরকার ফ্যাসিবাদের শেষ সীমানায় অবস্থান করছে।
সার্বিক অবস্থাদৃষ্টে সন্দেহাতীতভাবে বলা যায়-বাংলাদেশ নামক স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রটি এখন মগের মুল্লুকে পরিণত হয়েছে। প্রতিনিয়ত বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা, ভুয়া ও হীন রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা দায়ের করা হচ্ছে, রিমান্ডে নিয়ে পৈশাচিক নির্যাতন চালানো হচ্ছে এবং নেতাকর্মীদেরকে সাজা দিয়ে কারান্তরীণ রাখছে সরকার। এর উদ্দেশ্য হলো-জনগণকে ভীত সন্ত্রস্ত রাখা এবং সরকারের দুঃশাসন ও দুর্বিনীত অনাচার নিয়ে কেউ যেন মাথা উঁচু করে দাঁড়াতে সাহস না পায়। কিন্তু আমরা আওয়ামী সরকারকে স্মরণ করিয়ে দিতে চাই-অতীতে যেমন কোন স্বৈরশাসকই জনগণের হাত থেকে রেহাই পায়নি, বর্তমান সরকারও রেহাই পাবে না। সময় খুবই সন্নিকটে, আওয়ামী সরকারকে জনগণের কাঠগড়ায় দাঁড়াতে হবে। কারণ জনগণের প্রবল ¯্রােত এখন প্রচন্ড গতিতে ধেয়ে আসছে।”
নেতৃদ্বয় অবিলম্বে উল্লিখিত নেতৃবৃন্দের সাজা মওকুফসহ মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তির জোর দাবি জানান।প্রেস বিজ্ঞপ্তি
Dhaka, Bangladesh মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:38 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |