আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | দুপুর ১২:৫০
কুড়িগ্রাম: কুড়িগ্রামের ফুলবাড়ীতে তাস খেলার সময় আব্দুল কুদ্দুসসহ (৩৮) সাত জুয়ারিকে আটক করে পুলিশ। শুক্রবার বিকেলে তাস খেলার সময় তাদের আটক করে ফুলবাড়ী থানা পুলিশ।
এদিকে আব্দুল কুদ্দুসের আটকের খবর শুনে তার বয়স্ক মা কুলছুম বেওয়া (৬৫) গুরুতর অসুস্থ হয়ে মারা যান। অন্যদিকে, বাড়িতে মৃত মায়ের লাশ দাফনের প্রস্তুতির এক পর্যায়ে শনিবার দুপুরে কুদ্দুসের সদ্য ৩ দিনের নবজাতক জিসানও মারা যায়।
আব্দুল কুদ্দুস নাঙডাঙ্গা ইউনিয়নের পশ্চিম ফুলমতি গ্রামের শাহজাদা মিয়ার ছেলে। পুলিশ জানায়, তিনি আগে থেকে অসুস্থ ছিলেন। এরপরও মানবিক কারণে মায়ের মৃত্যুতে পুলিশের হাতে আটক থাকা ওই জুয়ারিকে ছেড়ে দেয় পুলিশ। অন্য ৬ জনের বিরুদ্ধে থানায় মামলা দিয়ে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এলাকাবাসীরা জানান, শুক্রবার বিকেলে পুলিশ পশ্চিম ফুলমতি এলাকায় অভিযান চালিয়ে তাস দিয়ে জুয়া খেলার সময় আব্দুল কুদ্দুসসহ ৭ জুয়ারিকে আটক করে। পুলিশের হাতে ছেলে আটক হওয়ার খবর শুনে কুদ্দুসের অসুস্থ মা কুলসুম বেওয়া আরও বেশি অসুস্থ হয়ে পড়েন। এক পর্যায়ে শুক্রবার রাতে মারা যান তিনি। পরে মৃত মায়ের সৎকারের জন্য মানবিক কারণে রাতেই তাকে ছেড়ে দেয় পুলিশ।
এদিকে বাড়িতে মৃত মায়ের দাফনের প্রস্তুতির এক পর্যায়ে শনিবার দুপুরে মারা যায় কুদ্দুসের তিন দিন বয়সী ছেলে শিশু জিসান। এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন ফুলবাড়ী থানার ওসি রাজিব কুমার রায়।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |