আজ রবিবার | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ১১:৪৬
নোয়াখালী:-নোয়াখালী জেলা আওয়ামীলীগের কমিটি থেকে বাদ পড়া দুঃশ্চিন্তা ও হতাশাগ্রস্থ বেগমগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও জেলা আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক বাদশা (৬০) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার দুপুরে গুরুতর অবস্থায় তাকে ঢাকা নেওয়ার পথে কুমিল্লায় মারা যান তিনি। ওমর ফারুক বাদশা নোয়াখালী-৩ আসনের সাবেক এমপি, শ্রমিক লীগের প্রতিষ্ঠাতা ও সাবেক গভর্নর মরহুম নুরুল হকের ছেলে। তিনি রাজনৈতিক পরিবারের সন্তান।
পারিবারিক সূত্র জানায়, রোববার সকাল ১০টার দিকে হৃদরোগে আক্রান্ত হন তিনি। পরে তাকে উপজেলার চৌমুহনী পূর্ব বাজারের লাইফ কেয়ার হাসপাতালে নিয়ে যায় পরিবারের সদস্যরা। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে দুপুরে কুমিল্লায় তিনি মারা যান। উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ বেগম তাঁর স্ত্রী। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্রসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
রাজনৈতিক সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, সম্প্রতি জেলা আওয়ামীলীগের একটি নতুন কমিটি কেন্দ্রে জমা দেয়া হয়। শনিবার ফেসবুকসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে সেই কমিটি ভাইরাল হয়। সেখানে জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে ওমর ফারুক বাদশার নাম দেয়া হয়নি। ফলে বিষয়টি নিয়ে হতাশাগ্রস্থ হয়ে পড়েন তিনি। এক পর্যায়ে বাদশা সকালে হৃদরোগে আক্রান্ত হন। তাঁর মৃত্যুর জন্য জেলা আওয়ামীলীগের কমিটি গঠন ও ফেসবুকে ভাইরাল হওয়াকেই দায়ী করছেন তৃণমূলের রাজনৈতিক নেতাকর্মীরা। কারণ তিনি উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগ পরিবারের সন্তান হিসেবে জেলা কমিটিতে নাম না থাকাতে অপমান বোধ করছিলেন। বাদশা মৃত্যুতে জেলাব্যাপী ক্ষোভ, হতাশা ও শোক বিরাজ করছে। সাবেক গভর্নর ও শ্রমিক লীগের প্রতিষ্ঠাতার পুত্র হিসেবে তিনি জেলা কমিটিতে স্থান পাওয়া স্বাভাবিক বিষয় ছিলো। কিন্তু জেলা আওয়ামীলীগের শীর্ষ পর্যায়ের এক নেতার একঘুঁয়েমির কারণে বাদশার নাম জেলা কমিটিতে রাখা হয়নি বলে অভিযোগ উঠেছে।
তবে এ বিষয়ে জেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ আনম খায়রুল আলম সেলিম ও সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরীসহ জেলা আওয়ামীলীগের কেউ কথা বলতে রাজি হননি।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |