আজ মঙ্গলবার | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ৮:৪১
আবুবকর সিদ্দিক,জয়পুরহাট প্রতিনিধিঃ- জয়পুরহাট জেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচনে সাবেক বহিস্কৃত আওয়ামীলীগওে জেলা সভাপতি স্বতন্ত্র প্রার্থী আজিজ মোল্যা সকল জল্পনা কল্পনার অবসান শেষে রনে ভংগ দিলেন। আওয়ামীলীগ মনোনীত প্রার্থী অধ্যক্ষ সামসুল আলমের পক্ষে সমর্থন দিয়ে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে তিনি মনোনয়ন পত্র প্রত্যাহারের সিদ্ধান্ত ঘোষনা করলেন।
রবিবার বেলা ১২ টায় শহরের শহীদ ডাক্তার আবুল কাশেম ময়দানে নাগরিক ঐক্য পরিষদের চলমান রাজনীতি প্রেক্ষাপটে এক গুরত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জেলা আওয়ামীলীগের সহসভাপতি এ্যাড. মোমেন আহমেদ চৌধরী (জিপি) সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সভাপতি আরিফুর রহমান রকেট, সাধারণ সম্পাদক জাকির হোসেন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের প্রেসিডিয়াম সদস্য এ্যাড. নৃপেন্দ্র নাথ মন্ডল (পিপি), পৌর মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুধীজনরা।
এ সময় আসছে জয়পুরহাট জেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী অধ্যক্ষ খাঁজা শামসুল আলম এর প্রতিদন্দি বহিষ্কৃত আওয়ামীলীগ নেতা সতন্ত্র প্রার্থী আব্দুল আজিজ মোল্লা মনোনয়ন পত্র প্রত্যাহারের ঘোষনা দেন। এত কওে আওয়ামলিীগের প্রার্থী বিনা প্রতিদন্দিতায় জয়লাভের পথ সুগম হলো।বিশ্বস্ত সুত্রে জানা গেছে আজ বাকী প্রার্থীগুলোও মনোনয়ন পত্র প্রত্যাহার কওে নেবে।
আ: আজিজ মোল্যা বলেন বিগত কোন নিরবাচণে জেলা পরিষদেও ভোট হয়নি, তাই আমি ভোটাধিকার ফিরিয়ে দেয়ার জন্য আমি স্বতন্ত্র প্রার্থী হয়েছি। কিন্তু জয়পুরহাট ২ আসনের এমপি মাননীয় হুইপ আবু সাঈদ আল মাহমুদেও অনুরোধে প্রার্থী পদ প্রত্যাহার করতে বাধ্য হলাম। আগামীতে জেলা পরিষদ যেন আওয়ামীলীগের অফিস না হয় , এই অনুরোধ জানালাম।জেলা পরিষদ হবে জেলার সকল মানুষের উন্নয়নের কর্মকান্ড।
Dhaka, Bangladesh মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:38 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |