আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ১২:২৮
বিডি দিনকাল ডেস্ক :- জো বাইডেন প্রশাসনে আবারও ঠাঁই মিলেছে কোন ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তির। এবার এক ভারতীয় বংশোদ্ভূতকে নিজের প্রেস টিমে স্থান দিয়েছেন বাইডেন।
তার নাম ভেদান্ত প্যাটেল, জন্ম ভারতের গুজরাটে। বেড়ে ওঠা ক্যালিফোর্নিয়ায়। ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া-রিভারসাইড এবং ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্যাটেল হোয়াইট হাউজের সহকারী প্রেস সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন। এর মধ্য দিয়ে তিনি তৃতীয় কোন ভারতীয় বংশোদ্ভূত হিসেবে যুক্তরাষ্ট্রের কোন প্রেসিডেন্টের প্রেস টিমে দায়িত্ব পালন করবেন।ভারতীয় গণমাধ্যম এ খবর গুরুত্ব সহকারে প্রচার করছে।
উল্লেখ্য, জো বাইডেনের নির্বাচনী প্রচারণায় ভেদান্ত প্যাটেল আঞ্চলিক কমিউনিকেশন্স ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেন। শুক্রবার হোয়াইট হাউজের কমিউনিকেশন্স ও প্রেস কর্মী হিসেবে যে, ১৬ জনের নাম ঘোষণা করেছেন বাইডেন, তাদের মধ্যে তার নামও রয়েছে।।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |