- প্রচ্ছদ
-
- রাজশাহী
- জয়পুরহাটের আক্কেলপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠী সুফলভোগীদের মাঝে ভেড়া, ভেড়ার খাদ্য, গৃহ নির্মাণ উপকরণ এবং হাঁস ও হাঁসের ঘর বিতরণ
জয়পুরহাটের আক্কেলপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠী সুফলভোগীদের মাঝে ভেড়া, ভেড়ার খাদ্য, গৃহ নির্মাণ উপকরণ এবং হাঁস ও হাঁসের ঘর বিতরণ
প্রকাশ: ২১ জুন, ২০২৩ ১০:৪৯ পূর্বাহ্ণ
আবুবকর সিদ্দিক,জয়পুরহাট প্রতিনিধিঃজয়পুরহাটের আক্কেলপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠী সুফলভোগীদের মাঝে ভেড়া, ভেড়ার খাদ্য, গৃহ নির্মাণ উপকরণ এবং হাঁস ও হাঁসের ঘর বিতরণ করা হয়েছে।
গতকাল দুপুরে আক্কেলপুর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে জয়পুরহাট এ চলমান সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠীদের জীবনমান উন্নয়নের লক্ষে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় ৪০ জন সুফলভোগীদের মাঝে ২ টি করে ভেড়া , ২৭ কেজি ভেড়ার খাদ্য ও গৃহ নির্মাণ উপকরণ এবং ৫০ জন সুফলভোগীর মাঝে ২০ টি করে হাঁস ও ১টি করে হাঁসের ঘর বিতরণ করা হয়।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. রাশেদুল ইসলাম এর সমন্বয়ে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রাণিসম্পদ অফিসার,
ডাঃ মোঃ মাহফুজার রহমান। অত্র অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সুফলভোগীদের হাতে ভেড়া, হাঁস ও অন্যান্য সামগ্রী তুলে দেন জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী । এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুস সালাম আকন্দ, আক্কেলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার, পৌর মেয়র শহিদুল আলম চৌধুরী।
এছাড়া প্রাণিসম্পদ দপ্তরের অন্যান্য কর্মকর্তা ও সুফলভোগীরা উপস্থিত ছিলেন।
Please follow and like us:
20 20