- প্রচ্ছদ
-
- রাজশাহী
- জয়পুরহাটের পাঁচবিবিতে বেলা’র ‘কমিউনিটি পরামর্শ সভা’
জয়পুরহাটের পাঁচবিবিতে বেলা’র ‘কমিউনিটি পরামর্শ সভা’
প্রকাশ: ১৫ ডিসেম্বর, ২০২০ ৪:২১ অপরাহ্ণ
আবুবকরসিদ্দিক /প্রতিনিধি,,জয়পুরহাট:- বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)’র আয়োজনে ১৫ ডিসেম্বর ২০২০ তারিখে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার পাঁচবিবি পৌরসভার অন্তর্গত গোপালপুর মহল্লায় “অটো রাইস মিলের বর্জ্যের কারণে পরিবেশ দূষণ এবং কৃষি উৎপাদন ক্ষতিগ্রস্ত” শীর্ষক এক কমিউনিটি পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন বেলা’র রাজশাহী কার্যালয়ের সমন্বয়কারী তন্ময় কুমার সান্যাল। সভা পরিচালনা করেন বেলা’র রাজশাহী কার্যালয়ের ফিল্ড অফিসার মো. সাইফুল ইসলাম এবং একাউন্টস অফিসার মো. মতিউল আলম। অটোরাইস মিলের কারণে এলাকার বিভিন্ন ধরণের সমস্যার কথা তুলে ধরে বক্তব্য রাখেন সভায় অংশগ্রহণকারী মো. গোলাম রসুল, হালিম মন্ডল, মো. মাজেদুল ইসলাম, আব্দুর রহিম, সুখী, সাবরিনা ফাল্গুনী, অনামিকা, চৈতি প্রমূখ।
পরামর্শ সভায় অংশগ্রহণকারীরা বলেন, জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার পাঁচবিবি পৌরসভার ৭ নং ওয়ার্ডের অন্তর্গত গোপালপুর মহল্লায় ‘মেসার্স এনবি এবং মেসার্স এনএস অটো রাইস মিল’ নামক দুইটি প্রতিষ্ঠান আছে। এই দুটি প্রতিষ্ঠান তাদের উৎপাদিত তরল বর্জ্য ব্যবস্থাপনা না করে ড্রেন এবং পাইপ লাইনের মাধ্যমে আশপাশের কৃষিজমিতে অপসারণ করছে। ফলে পরিবেশ দূষণ ও প্রতিবেশ ব্যবস্থার ক্ষতিসহ জনস্বাস্থ্যের ক্ষতির সম্ভাবনা দেখা দিয়েছে। প্রতিষ্ঠান দুটির বর্জ্যে আশেপাশের কৃষিজমি প্লাবিত হওয়ার কারণে ফসল উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এছাড়াও প্রতিষ্ঠন দুটির কঠিন বর্জ্য বিশেষকরে ছাই ব্যবস্থাপনা সন্তোষজনক নয়। ছাই সংরক্ষণের জন্য আধার তৈরি করা হলেও তা কার্যকর না হওয়ায় ছাই বাতাসে মিশে এলাকার ঘরবাড়ির ক্ষতি সাধন করছে। ছাই উড়ে অনেক সময় পথচারিদের চোখে পড়ায় এলাকাবাসীর স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হচ্ছে। এবং তরল বর্জ্যের গন্ধ ও ছাইয়ের কারণে অনেকের শ্বাসকষ্টজনিত স্বাস্থ্যগত সমস্যা দেখা দিয়েছে। দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠান দুটির এ ধরণের কার্যক্রম অব্যাহত থাকায় এলাকার স্বাভাবিক পরিবেশ বিনষ্ট হচ্ছে।
এলাকাবাসী এ অবস্থার প্রতিকার চেয়ে সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে আবেদন করেও তেমন কোনো প্রতিকার পায় নি। তাই অটো রাইস মিল দুটির পরিবেশ, জনস্বাস্থ এবং জনস্বার্থ বিরোধী সকল কার্যক্রম বন্ধের ব্যাপারে জরুরী ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ করতে সংশ্লিষ্ট সকলের নিকট তারা দাবি জানিয়েছেন। একই সাথে এ সমস্যা নিরসণে পরামর্শ এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য তারা বেলা’র কাছে আবেদন জানিয়েছেন।
Please follow and like us:
20 20