আজ বৃহস্পতিবার | ১৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |২রা রজব, ১৪৪৬ হিজরি | রাত ১০:১৭
আবু বকর সিদ্দিক,জয়পুরহাট প্রতিনিধিঃ-জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার কাঁশড়া পশ্চিমপাড়া গ্রামে দুর্বৃত্তদের হাত থেকে মসজিদের ২৩ একর জমি উদ্ধারের দাবীতে সংবাদ সম্মেলন করেছেন মসজিদ কমিটির সদস্যবৃন্দ।
বুধবার সকালে জয়পুরহাট প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মসজিদ কমিটির সদস্য আইয়ুব হোসেন। তিনি বলেন, মসজিদের ২৩ একর ৩৪ শতক জমি ওয়াকফ এস্টেটের নামে আছে। এই মসজিদের আগের মোতয়াল্লী নজরুল ইসলাম ৩ বছরে ২৯ লাখ টাকা হিসাব দিতে ব্যার্থ হয়েছেন। পরবর্তীতে তার বিরুদ্ধে ২৯ লাখ টাকার দুর্নিতীর মামলা হয়। এর পর বাংলাদেশ ওয়াক্ফ প্রশাসন মোস্তাফিজুর রহমানকে মোতয়াল্লী করে ১৩ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেন। এসময় পুর্বের কমিটির মোতয়াল্লী নজরুল ইসলামকে ২০২০ সালের ১৫ জানুয়ারী বাংলাদেশ ওয়াক্ফ প্রশাসন ঢাকা হতে ৩ বছরের জন্য পুনরায় মোতয়াল্লীর দায়িত্ব প্রদান করে। ২০২০ সালের ২২ জানুয়ারী মসজিদ কমিটির সদস্যরা হাইকোর্ট ডিভিশনে রিট করলে (রিট পিটিশন নং-১৭৩২/২০২০) মহামান্য হাইকোর্ট দুর্নিতী মামলায় অভিযুক্ত নজরুল ইসলামকে অবৈধ ঘোষনা করেন। এ আদেশের কপি বাংলাদেশ ওয়াক্ফ প্রশাসনে দাখিল করলে ২০২০ সালের ১৭ নভেম্বর নজরুল ইসলামকে হাইকোর্টের আদেশ পালনের নির্দেশ প্রদান করেন। এরপরেও তারা জোর করে মসজিদের জমি আবাদ করতে থাকে। পরে ২০২১ সালের ১১ মার্চ মোতয়াল্লীর বিরুদ্ধে ৬ মাসের স্থগিতাদেশ বহাল রাখে হাইকোর্ট। মসজিদ কমিটির সদস্যরা হাইকোর্টের আদেশ নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানা পুলিশ ও জেলা প্রশাসনের কাছে এর সুষ্ঠু তদন্ত করে ব্যবস্থা চাইলে তারা সরেজমিন তদন্ত করে ব্যবস্থা না নেওয়ায় হাইকোর্টে কোর্ট অফ কন্টেম এর আবেদন করে যারফলে ২০২১ সালের ৬ জুন হাইকোর্ট মোতয়াল্লী নজরুল ইসলামসহ ঢাকা অফিসের ২ কর্মকর্তার বিরুদ্ধে ৪ সপ্তাহের মধ্যে হাইকোর্টের আদেশ অমান্যের কারন দর্শানোর রুল জারী করেন। এরপরে গত ৯জুন ঢাকা ওয়াক্ফ অফিস তাদের সকলকে দায়িত্ব পালন হতে বিরত থাকার নির্দেশ প্রদান করেন। মসজিদ কমিটির সদস্যগন জমি চাষ করতে গেলে পুর্বের মোতয়াল্লী নজরুল ও তার লোকজন তাদেরকে মারপিটন করে আহত করে এবং জমি চাষ বন্ধ করে দেন। তারা আরও জানান, গত ২ বছরে মসজিদের ইমাম, মোয়াজ্জিন, খাদেম, শিক্ষকসহ সকলের বেতন-ভাতা পরিশোধ না করায় তারা মানবেতর জীবন যাপন করছেন। প্রশাসনের নিকট বিভিন্ন সময় ধর্না দিয়েও কোন ব্যবস্থা না পাওয়ায় মসজিদের স্বাভাবিক কার্যক্রম বন্ধ হয়ে পড়েছে। সে কারনে বিষয়টি সকলের নজরে আনার জন্য নিরুপায় হয়ে সংবাদ সম্মেলন করছি। তারা বিষয়টির সৃষ্ঠ সমাধান দাবী করেন। সংবাদ সন্মেলনে উপস্থিত ছিলেন মসজিদ কমিটির মোতয়াল্লী মোস্তাফিজুর রহমান তালুকদার, সদস্য বেলাল তালুকদার, আফজাল হোসেন, কাজি লিমনসহ অনেকেই।
Dhaka, Bangladesh বৃহস্পতিবার, ২ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:21 AM |
Sunrise | 6:41 AM |
Zuhr | 12:02 PM |
Asr | 3:04 PM |
Magrib | 5:24 PM |
Isha | 6:44 PM |