আজ শনিবার | ২০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ৪ঠা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |৪ঠা রজব, ১৪৪৬ হিজরি | সন্ধ্যা ৬:২৩
আবুবকর সিদ্দিক জয়পুরহাট থেকে :- জয়পুরহাট জেলার পাচবিবি টিএন্ডটি মহল্লায় ডা: খয়বরের একমাত্র পুত্র রুহুল আমিন রবিবার ঢাকার মগবাজার ভবন বিস্ফোরনে ঘটনাস্থলেই নিহত হন। ঈদের আগেই বাড়ী ফিরার কথা , তবে আসলেন?, লাশ হয়ে। ‘পরিবারের একমাত্র উপার্জন ক্ষম ছেলের অকাল মৃত্যুতে দিশেহারা পরিবার। ২বছরের একটি কন্যা সন্তান নোহা জানতে ও পারলোনা তার বাবা আর নেই।
গত রবিবার ঢকার মগবাজাওে ভবন বিস্ফোরনে জয়পুরহাটের পাচবিবি পৌরসভার টিএন্ডটি পাড়ার ইলেকট্রিক ইন্জিনিয়ারিং রুহুল আমিন নোমান ঘটনাস্থলেই (৩২) নিহত হন। নিহত নোমান আড়াই বছর পুর্বে বিয়ে করেন । তার ঘর আলো করে একটি কন্যা সনÍান আসে সংসারে। নাম তার নাম রুবাইয়া জান্নাত নোহা, বয়স ২ বছর।
নোমান ঢাকার একটি বিশ্ব বিদ্যালয়ে ইলেকট্রিক ইনিাজনিয়ারিং পাশ কওে রহমান, রহমান, এসোসিয়েট নামে একটি কোম্পানিতে চাকুরিতে যোগ দেন।
রবিবার অফিস শেষ কওে শান্তিবাগ এলাকায় বাসায় ফিরছিলেন মগবাজার এলাকায় আসলে রবিবার প্রচন্ড বিস্ফোরনে ছাদ ভেংগে অন্যন্যদেও মত তিনি ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরের দিন বিকেলে তার দাফন সম্পন্ন হয়।
নোমানের বাবা কাদতে কাদতে বলেন আমার বড় ২ মেয়ে আর সবার ছোট ছিল নোমান সেই কলিজাকে আমি হারালাম , আমার এখন কি হবে?
নোমানের স্ত্রী নাবিলা বেগম(২৫) জানালেন আর কটা দিন পর ঈদে নোমানের বাড়ী আসার কথ রোববার সকালে কথ্ াহলো তারপর অফিস থেকে বের হয়ে কথা হলো , তারপর আর ফোন ধরেনা।আর কটা দিন পর ঈদে নোমানের বাড়ী আসার কথা তিনি আসলেন কিন্তু লাশ হয়ে। প্রানের স্ত্রী জানালেন দু:খের কথা সংসারের একমাত্র উপার্জনক্ষম আমার স্বামী , এখন আমায় কে দেখবে,? আমার মেয়ে নোহা আর বাবা বলে ডাকতে পারবেনা বলেই কান্নায় ভেংগে পড়লেন।
পাচবিবি উপজেলার চেয়ারম্যান শহীদুল হক মুন্না ও পাড়া প্রতিবেশীরা জানালেন নোমান খুব শান্ত শিষ্ঠ ভদ্র মেধাবী ছেলে ছিলেন\
রহুুল আমিন নোমানের এর মৃত্যু অত্যন্ত হৃদয় বিদারক , কতৃপক্ষের গাফিলতের ফলে রুহুল আমিনের মত আর যেন কেউ অকাল মৃত্যুও স্বীকার হতে না হয় এটাই হোক আগামী দিনের প্রত্যাশা।
Dhaka, Bangladesh শনিবার, ৪ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:21 AM |
Sunrise | 6:42 AM |
Zuhr | 12:03 PM |
Asr | 3:05 PM |
Magrib | 5:25 PM |
Isha | 6:46 PM |