আজ বৃহস্পতিবার | ১৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |২রা রজব, ১৪৪৬ হিজরি | রাত ১০:২৬
আবুবকর সিদ্দিক,জয়পুরহাট প্রতিনিধি:-জয়পুরহাট নগর বাড়ছে। সেই সংগে গানিতিকহারে বাড়ছে বহুতল ভবন ও মার্কেটের সংখ্যা ।এসব ভবন ও মার্কেটে নেই কোন অগ্নি নির্বাপন ব্যাবস্থা। নির্মানকারী মার্কেটগুলোর মালিকপক্ষের অগ্নি নির্বাপন ব্যাবস্থার প্রতি চরম অনিহা। ঢাকা মহানগরের মত নিমতলি, চকবাজার এফ টাওয়ারের ,তাজরিন , সম্প্রতি নারায়নগন্জ এর রূপ গনজে সেজান জুস কারখানার মত যদি ট্রাজেড়ি সংঘটিত হয় তাহলে অপুরনিয় জান মালের ক্ষতির আশংকা করছে ব্যবসায়ীরা।
১৯৮৪ সালে জয়পুরহাট মহকুমা থেকে জেলায় রুপান্তিরত হয়। বর্তমানে শহরে প্রায় লক্ষাধিক লোক বসবাস করছে। এখানে একটি গার্লস ক্যাডেট কলেজ, একটি বৃহত্তর চিনিকল, ৫টি চাইনিজ রেস্তোরা, ও বিরাট পুর্ববাজার পাইকারী কাপড়ের মার্কেট,পৃথিবী মার্কেট, নুর সুপার মার্কেট, নিউ মার্কেট,মৌসুমী মার্কেট সহ প্রায় ২৫ টি বহুতল ভবন সহ শপিং মল আছে। কিন্তু এই মার্কেটগুলোতে নেই কোন অগ্নি নির্বাপন ব্যাবস্থা। নেসকো ( পিডিবি)র এলামেলোভাবে ঝুলন্ত বৈদ্যুতিক তার বিপদেও আশংকা আরো বাড়ীয়ে তুলেছে। মার্কেটের গলির ভিতর ঢোকার সময় দেখা যাবে এলোমেলো বৈদ্যুতিক তার। পথগুলো সরু,যে কোন সময় ঘটতে পাওে বড় ধরনের অগ্নিকান্ডের মত ভয়াল ঘটনা। মৌসুমী মার্কেটে , ও ফৌজিয়া মার্কেূট, নিউ মার্কেটের ব্যবসায়ীরা জানালেন আমরা মালিকের কছে থেকে ঘড় ভাড়া নিয়েিেছ , কিন্তু মালিকরা মার্কেটে কোন অগ্নি নির্বাপন যন্ত্র লাগায়নি, যদি কোন দুর্ঘটনা ঘটে , তাহলে আমরা পথে বসব। আমরা সব সময় আতন্কের মধ্যে থাক্
িজয়পুরহাট চেম্বার অফ কমাস ভাইস প্রেসিডেন্ট, মাহবুব হোসেন, দৈনিক নয়া শতাব্দীকে জানালেন যে, আমাদেও মার্কেটগুলোতে অগ্নি নির্বাপন যন্ত্র নেই , আমরা চেম্বার থেকে মাইকিং কওে ব্যবসায়ীদেও অগ্নি নিরোধক যন্ত্র লাগানোর জন্য ব্যবসায়ীদেও অনুােধ করবো\
জয়পুরহাট ফায়ার সার্ভিসের সহকারী কর্র্মর্কতা আ: হামিদ দৈনিক নয়াশতাব্দীকে জানান সদরে ফায়ার সার্ভিসের ১ টি ইউনিট আছে আর প৪টি উপজেলায় ৪টিইউনিট , এখানে সেখানে ফায়ারম্যান মাত্র ২৪ জন প্রয়োজনের তুলনায় বিপুল জনসংখ্যার তুলনায় সংখ্যা অতি নগন্য আমরা প্রতিবছর স্কুল, কলেজে , ও ফায়ার সার্ভিস ডেতে মহড়া ও জনসচেতনতামুলক মহড়া দিয়ে থাকি।মহামারী করোনা কালে সব বন্ধ আছে।
উল্লেখ্য প্রায় ১ বছর হলো র্ সদর রাস্তায় লেডি বার্ডের ২ তলায় এলামেলো বৈদ্যুতিক তারে সট সার্কিটের মাধ্যমে আগুন লেগেছিল, সেখানে ২ টি অগ্নি নির্বাপন যন্ত্র ছিল কিন্তু সেটা কাজ করেনি।
,ফায়ার সার্ভিস, ও সিভিল ডিফেন্স, জানালেন অধিকাংশ মার্কেটে অগ্নি নির্বাপন যন্ত্র নেই , যে দু একটা মার্কেটে আছে , অনেক পুরোনো রিফিল ও করেনি। এব্যাপাওে ব্যাবসায়ীদেও সচেতন হতে হবে। ও অগ্নি নির্বাপন যন্ত্র ক্রয় কওে মার্কেটগুলোতে প্রতি স্থাপন করলে সমুহ বিপদ থেকে রক্ষা পাওয়া যাবে।
জনসংখ্যার তুলনায় অগ্নি ও দুর্যোগ মোকাবেলায় জনসচেুনতার উপর বেশী গুরুত্ব দেয়া উচিৎ, ও দুর্যোগ মোকাবেলায় বেশী করে স্বেচ্ছাবেক তৈরী করে প্রশিক্ষনের ব্যাবস্থা করা উচিৎ বলে বিশেষজ্ঞদেও মতামত।
Dhaka, Bangladesh বৃহস্পতিবার, ২ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:21 AM |
Sunrise | 6:41 AM |
Zuhr | 12:02 PM |
Asr | 3:04 PM |
Magrib | 5:24 PM |
Isha | 6:44 PM |