আজ বুধবার | ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২৩শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ১০:১৫
জয়পুরহাট প্রতিনিধিঃ-দেশে ভোজ্যতেল সরবরাহ ও মূল্যে অস্থিতিশীলতার মধ্যে জয়পুরহাটে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুদকৃত ৪৩ হাজার ৬৫৬ লিটার সয়াবিন ও সুপার পাম তেল উদ্ধার করা হয়েছে। এসময় দুই প্রতিষ্ঠানকে ৫০ হাজার করে মোট এক লাখ টাকা জরিমানা করা হয়।
শনিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাতুল ইসলাম ও জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক ফজলে এলাহীর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাতুল ইসলাম জানান, দেশে ভোজ্যতেল নিয়ে অস্থিরতার মধ্যে জয়পুরহাট শহরের ৪টি প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। এর মধ্যে মারোয়ারী পট্টির পুরোষত্তম রংটার ৩টি গুদাম থেকে ১৫ হাজার ৯৬ লিটার সুপার পাম তেল এবং ধানমন্ডি এলাকার ফারুক ট্রেডার্সের ফারুক সর্দারের ৭টি গুদামে অভিযান চালিয়ে ২৮ হাজার ৫৬০ লিটার সয়াবিন ও সুপার পাম তেল সহ মোট ৪৩ হাজার ৬৫৬ লিটার তেল উদ্ধার করা হয়। এসময় তাদেরকে ৫০ হাজার করে ১ লাখ টাকা জরিমানা করা হয়। পরে তেলগুলো সরকারি রেটে ভোক্তাপর্যায়ে বিক্রির নির্দেশ দেওয়া হয়।
Dhaka, Bangladesh বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:38 AM |
Zuhr | 11:59 AM |
Asr | 2:59 PM |
Magrib | 5:19 PM |
Isha | 6:40 PM |