আজ শনিবার | ১৩ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৮শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২৬শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সন্ধ্যা ৭:৪১
আবুবকর সিদ্দিক,জয়পুরহাট প্রতিনিধিঃ-জয়পুরহাটে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) এর ইন্সটিটিউট ও মাইনিং, মিনারেল এন্ড মেটালার্জিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুর্যাল উদ্বোধন করা হয়েছে।
বুধবার বিকেলে খনজনপুর এলাকায় বিসিএসআইআর চেয়ারম্যান অধ্যাপক ড. আফতাব আলী শেখ এই দৃষ্টিনন্দন মুর্যালের উদ্বোধন করেন।
উদ্বোধন শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়ে সেখানে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়। পরে ইন্সটিটিউট কর্ণারে একটি অশ্বত বৃক্ষের চারা রোপন করেন তিনি।
অনুষ্ঠানে জয়পুরহাট ইন্সটিটিউট ও মাইনিং, মিনারেল এন্ড মেটালার্জির পরিচালক ড. মোহাম্মদ নাজিম জামান, বিসিএসআইআর এর জনসংযোগ কর্মকর্তা আব্দুর রাজ্জাকসহ অন্যান্য বিজ্ঞানী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
বিসিএসআইআর চেয়ারম্যান জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিজ্ঞান মনস্ক জাতি গঠনে সব সময় সোচ্চার রয়েছেন। এছাড়া নতুন প্রজন্মের মাঝে বিজ্ঞান মনস্ক সমাজ গঠনে ভ‚মিকা রাখার জন্য বিসিএসআইআরকে আধুনিক যন্ত্রপাতি প্রদান ও নতুন নতুন প্রকল্পের অনুমোদনের মাধ্যমে ঢেলে সাজাচ্ছেন। একই সাথে তরুণ প্রজন্ম যাতে বঙ্গবন্ধুকে জানতে পারে সেইজন্য বিভিন্ন গবেষনাগারে বঙ্গবন্ধু মুর্যাল ও বঙ্গবন্ধু কর্নার তৈরী করা হচ্ছে। গাছ আমাদের অক্সিজেন দেয় , তাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১ কোটি গাছ লাগাতে বলেছিল, পরে তা বাড়ীয়ে ৩ কোটিতে উন্নীত করা হয়েছে।
Dhaka, Bangladesh শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:19 AM |
Sunrise | 6:39 AM |
Zuhr | 12:00 PM |
Asr | 3:01 PM |
Magrib | 5:21 PM |
Isha | 6:41 PM |