আজ বুধবার | ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২৩শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ৯:৩৭
আবুবকর সিদ্দিক,জয়পুরহাট ঃ -জয়পুরহাটে ঈদ উপলক্ষ্যে প্রধামন্ত্রীর উপহার গৃহহীনদের ঘর দেওয়া হয়েছে। আজ দুপুরে জয়পুরহাট সদর উপজেলার মুজিবর রহমান ঢালি মিলনায়তনে উপজেলা প্রশাসন আয়োজিত জমি ও গহ প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক শরীফুল ইসলাম, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা, জেলা আ.লীগের সভাপতি আরিফুর রহমান রকেট, সদর উপজেলা চেয়ারম্যান এস এম সোলায়মান আলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত হোসেন প্রমুখ।
এসময় ভিডিও কনফারেন্সের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর ভাষন প্রচার করা হয়। অনুষ্ঠানে সদর উপজেলার ৬৯ টি পরিবার কে জমি ও গৃহের দলিল হস্তান্তর করা হয়। মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী কর্তৃক ২০৬ টি ভুমিহীন ও গৃহহীন পরিবারকে গৃহপ্রদান করা হবে বলে সাংবাদিকদের জানান জয়পুরহাট জেলা প্রশাসক মোঃ শরীফুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মহিউদ্দিন জাহাঙ্গীর, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনোয়ার পারভেজ, সহকারী কমিশনার রিফাতুল ইসলাম। ব জয়পুরহাট জেলা প্রেসক্লাবের সভাপতি এ্যাড. নৃপেন্দ্রনাথ মন্ডল পিপি,সাবেক সহ সহসভাপতি আবু বকর সিদ্দিক সাধারন সম্পাদক রতন কুমার খাঁ, প্রমুখ।
আজ মংগলবার প্রধানমন্ত্রী জয়পুরহাট সদর উপজেলায় ৬৯টি, পাঁচবিবি উপজেলায় ৬৭টি, আক্কেলপুর উপজেলায় ২৪টি, কালাই উপজেলায় ৩০টি ও ক্ষেতলাল উপজেলায় ১৬টি গৃহহীন পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে প্রয়োজনীয় কাগজপত্র সহ ঘর হস্তান্তর করা হয়।।
Dhaka, Bangladesh বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:38 AM |
Zuhr | 11:59 AM |
Asr | 2:59 PM |
Magrib | 5:19 PM |
Isha | 6:40 PM |