আজ বুধবার | ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২৩শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ১০:৫০
জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের কালাইয়ে শিপন খাতুন (৪০) নামে এক গৃহবধূকে গলাকেটে হত্যা করা হয়েছে। শুক্রবার দিবাগত রাতে উপজেলার উদয়পুর ইউনিয়নের দুধাইল (নয়াপাডা) গ্রামের এ ঘটনা ঘটে। এ বিষয়টি নিশ্চিত করেছেন কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দীন।
নিহত শিপন হলেন, ওই এলাকার মোজাম্মেল হোসেনের স্ত্রী ও পাইকপাড়ার মৃত বুলু মন্ডলের মেয়ে ।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত রাতে স্বামী-সন্তানকে আলাদা করে ঘুমেছিল তিন সন্তানের জননী শিপন খাতুন। রাত আনুমানিক ৩টার দিকে শয়ন কক্ষের ভিতর ঘুমন্ত অবস্থায় ওই গৃহবধূকে গলা কেটে হত্যা করা হয়। পরে নিহতের স্বামী মোজাম্মেল ও তার সন্তানের চিৎকারে প্রতিবেশিরা ছুটে এসে দেখতে পায় স্ত্রীর গলাকাটা মরদেহ।
তবে জমিজমা সংক্রান্ত জেরের ফায়দা হাসিলে এ হত্যাকান্ড ঘটানো ঘটাতে পারে বলে ধারণা স্থানীয়দের।
এ ব্যাপারে কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দীন জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন এবং মরদেহের সুতরহাল রিপোর্ট করা হয়েছে। হত্যা রহস্য উদঘাটনে বিভিন্ন তথ্য সংগ্রহ অব্যাহত রয়েছে। অন্যদিকে, ঘটনাস্থলে সিআইডি, ডিবিসহ পুলিশের বিভিন্ন টিম কাজ করছে বলে জানান তিনি।
Dhaka, Bangladesh বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:38 AM |
Zuhr | 11:59 AM |
Asr | 2:59 PM |
Magrib | 5:19 PM |
Isha | 6:40 PM |