আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | দুপুর ২:৪৮
আবুবকর সিদ্দিক/জয়পুরহাট প্রতিনিধি:-জয়পুরহাট জেলায় এবারগমের আবাদ বেড়েছে, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, জেলার পাঁচ উপজেলা মিলে চলতি ২০২২-২০২৩ মৌসুমে দুই হাজার ৩৭০ হেক্টর জমিতে গম চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। স্থানীয় কৃষি বিভাগ লক্ষ্যমাত্রা অর্জনে মাঠ পর্যায়ে ব্যাপক কার্যক্রম চালায়। ফলে অর্জিত হয়েছে ২ হাজার ৩৭৬ হেক্টর জমি। যা লক্ষ্যমাত্রার চেয়ে ৬ হেক্টর বেশি।
্
এতে আট হাজার ৩০০ মেট্রিক টন গমের উৎপাদন হবে বলে আশা করেছে কৃষি বিভাগ। গম উঠানো শুরু হয়েছে দামও পাচ্ছে কৃষকরা সাদা গম ২৩০০ থেকে ২৪০০ টাকায় বিক্রি হচ্ছে। আরদেশী লাল গম এখন ২২০০ টাকা মন।
কৃষি বিভাগ জানায়, বর্তমান কৃষিবান্ধব সরকার কৃষকদের উন্নয়নে নানা কর্মসূচি বাস্তবায়ন করায় জেলায় কৃষি উৎপাদন বৃদ্ধি পাচ্ছে। চলতি মৌসুমে আলুর বাম্পার ফলনের পর কৃষকরা এখন বোরো ধান চাষও শুরু করেছে।
জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ রাহেলা পারভীন জানান, মাটির গুণাগুণে জয়পুরহাটের মাটি বেলে দো’ আশ হওয়ায় গম চাষের জন্য উপযোগী। এ ছাড়াও সরকারের কৃষি প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচির আওতায় গম চাষের জন্য তিন হাজার কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ করা হয়েছে। ফলে কৃষকদের মাঝে গম চাষে আগ্রহও দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
এরকম ভালো দাম পেলে কৃষকরা গম চাষে ঝুকে পড়বে। গমের আবাদও আরও বৃদ্ধি পাবে জানিয়েছেন কৃষি বিশেষজ্ঞরা ।।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |