আবুবকর সিদ্দিক,জয়পুরহাট:-সীমান্তঘেঁষা জেলা জয়পুরহাটে করোনাভাইরাসের সংক্রমণ উদ্বেগজনক হাওে দিন দিন বেড়েই চলেছে। চলমান বিধিনিষেধ কড়া করা হলেও মানার বালাই নেই। আজ ৩৭২টি করোনা নেমুনা টেষ্টে করে আক্রান্তের সংখ্যা ৯৬ জন ।
জেলা সিভিল সার্জন অফিস ও পরিবার সুত্রে জানা গেছে। করোনায় ৪৮ ঘন্টায় মৃত্যু হয়েছে ৮ জন।
মৃত ব্যাক্তিরা হলো বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজের সাবেক ফরেনসিক বিভাগের অধ্যাপক, ও জয়পুরহাট জেলা সাবেক বিএমএর সভাপতি ডা: সাইফুল ইসলাম ডেভিড(৬৮) আজ বংগবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন। শহরের বিশ্বাসপাড়া নিবাসী জয়পুরহাট চিনিকলের সাবেক কর্মকতা খবির উদ্দিন (৭৫) শহরের আরাফাত নগরের আ: ওয়াদুদ, আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর গ্রামের আয়েজ উদ্বিদন এর পুত্র আ: ওয়াদুদ মাষ্টার(৫৫), ক্ষেতলাল উপজেলার ফারুক হোসেনের পুত্র ঘুগইল গ্রামের আ: ওয়াদুদ (৬৫)। সদর উপজেলার জামালগন্জ এলাকার আবুল কালাম আযাদ,(৬০) ও তার স্ত্রী কানিজ ফাতেমা।(৫৫) পাচবিবি উপজেলার ধরনজি ইউনিয়নের বছির উদ্দিনের পুত্র আ: সামাদ (৮০) তারা বগুড়া শহীদজিয়া ও রফাতুল্যা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু বরন করেছে।
সংক্রমণ ঠেকাতে জয়পুরহাট পৌরসভা ও পাঁচবিবি পৌরসভা কালাই পৌরসভা এলাকায় বিকেল ৫ টা থেকে সকাল ৬ টা পর্যন্ত সর্বাত্মক কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে।।
জেলা সিভিল সার্জন ডাঃ ওয়াজেদ আলী জানান, করোনার সংক্রমণ রোধে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
Dhaka, Bangladesh শনিবার, ৪ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:21 AM |
Sunrise | 6:42 AM |
Zuhr | 12:03 PM |
Asr | 3:05 PM |
Magrib | 5:25 PM |
Isha | 6:46 PM |