আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ৪:৩৪
জয়পুরহাট প্রতিনিধি-:-সব ধরনের ব্যাংকিং সেবা কার্যক্রম নিয়ে ইসলামী শরী’আহ্ মোতাবেক পরিচালিত জয়পুরহাট ক্ষেতলাল উপজেলার শিবপুর চারমাথা বাজারে ইসলামী ব্যাংক শিবপুর চারমাথা বাজার কেন্দ্র এর উদ্বোধন করা হয়েছে। গতকাল এ এজেন্ট ব্যাংকিং কেন্দ্রের ফিতা কেটে শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি আলমপুর ইউপি চেয়ারম্যান আনোয়ারুজ্জামান তালুকদার নাদিম।
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ জয়পুরহাট শাখার ভিপি ও ব্যবস্থাপক মোঃ মঈন উদ্দিন এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা আইনজীবি সমিতির সহ-সভাপতি এ্যাড. আব্দুল মোমেন ফকির, বিশিষ্ট ব্যবসায়ী মাফিজুর রহমান মাফু, মেসার্স মোমিন এন্টারপ্রাইজ এর সত্বাধিকারী এজেন্ট ব্যাংকের পরিচালক মোমিন হোসেন সহ স্থানীয় গুন্যমান্য ব্যক্তিবর্গ।
এখন হতে অত্র এলাকার ব্যাংকের সব ধরনের হিসাব খোলা, নগদ টাকা জমা ও উত্তোলন, বৈদেশিক রেমিটেন্স এর অর্থ প্রদান, ইসলামী ব্যাংকের যে কোন অ্যাকাউন্টে ফান্ড ট্রান্সফার, ক্ষুদ্র ও কৃষি বিনিয়োগ বিতরণ ও আদায়, ইউটিলিটি বিল গ্রহণ, সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বিভিন্ন কল্যাণমূলক ভাতা প্রদানসহ ব্যাংকের সব ধরনের সুবিধা পাওয়া যাবে।
প্রধান অতিথি বলেন আধুনিক ব্যাংকিং সেবা জনগনের দোড়গোড়ায় পৌছা এবং সরকারের এস ডিজি বাস্তবায়নের লক্ষে ইসলামী ব্যাংক নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |