আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ৯:৪৯
আবুবকর সিদ্দিক,জয়পুরহাট প্রতিনিধি:-উত্তরের নদীগুলোর পানি ও বালুর সাথে মিশে আছে ম‚ল্যবান খনিজ সম্পদ। গবেষনার মাধ্যমে এসব সম্পদের অর্থনৈতিক ও উত্তোলন সম্ভাব্যতা যাচাইয়ে কাজ করছে একদল বিজ্ঞানী। জয়পুরহাটে অবস্থিত বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষনা পরিষদের খনিজ প্রকৃয়া করণ কেন্দ্রে চলছে এর গবেষনা।
আজ দুপুরে কেন্দ্রের উদ্বোধন করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ইয়াফেস ওসমান। এ উপলক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি।
বক্তারা বলেন, উত্তরাঞ্চলে নদীর চর ও বালুর মধ্যে যে সম্পদ আছে তার অর্থনৈতিক সম্ভাব্যতা প্রায় ৫০ বিলিয়ন ডলার।
অনুষ্ঠানে মন্ত্রী বলেন, প্রতি বছর দেশে গ্যাস তৈরীর জন্য প্রচুর পরিমান কাঁচামাল আমদানী করতে হয়। নদীর বালু থেকে সেই সম্পদ সংগ্রহ একটি সম্ভাবনাময়ী খাত। এসব সম্পদ রপ্তানীযোগ্য বলেও জানান মন্ত্রী।
জয়পুরহাটে খনিজ প্রক্রিয়াকরণ কেন্দ্রের উদ্বোধন করেছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান জয়পুরহাট বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) সম্মেলন কক্ষে অনুষ্ঠানে বিসিএসআইআর এর চেয়ারম্যান ড. আফতাব আলী শেখ এর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ ও কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন ও জয়পুরহাট ইনস্টিটিউট অব মাইনিং, মিনারেলজি অ্যান্ড মেটালার্জি (আইএমএমএম) এর পরিচালক ড. মোহাম্মদ নাজিম জামান।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |