আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ৪:১৬
আবুবকর সিদ্দিক, জয়পুরহাট প্রতিনিধি:- জয়পুরহাটে খুলেছে শিক্ষা প্রতিষ্ঠান, সহপাটিদের পেয়ে মুগ্ধ শিক্ষার্থীরা সরকারি নির্দেশনা অনুযায়ী ও স্বাস্থ্যবিধি মেনে জয়পুরহাটে প্রাথমিক বিদ্যালয়ে আনন্দের রঙ লেগেছে সেই সাথে মাধ্যমিক বিদ্যালয় ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে শুরু হয়েছে ক্লাস। সকাল থেকেই স্কুল ও কলেজগুলোতে ছিলো শিক্ষার্থীদের কোলাহল আনন্দ আর উচ্ছাস। সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শ্রেনির শিক্ষার্থী অনেকেই জানালেন, স্কুলে ভর্তি হয়েছে ভর্তি পরীক্ষার মাধ্যমে। কিন্তু এরপর আর স্কুলের মুখ দেখেননি তারা। ক্লাস রুম ও শিক্ষদেও সাথেও তাদেও দেখা হয়নি। নার্সারী স্কুলের ৮ম শ্রেনীর ছাত্রী তুলি জানান ,করোনা দূর্যোগে আবদ্ধ ঘরে বন্দি থেকে হাফিয়ে ওঠেছেন তারা। টেলিভিশন, মোবাইল ফোন ছিলো তাদেও সময় কাটানোর মূল মাধ্যম। পড়ার টেবিলে খুব একটা মন বসেনি। কিন্তু রোববার প্রিয় শিক্ষাঙ্গনে এসে সহপাটিদের কাছে পেয়ে সব শঙ্কা যেন কেটে গেছে তাদের। চির ধরা সম্পর্কে জেগে উঠেছে মায়ার বন্ধন। পরিপাটি করে সাজানো ক্লাস রুমে বসতে পেওে মহা খুশি তারা। সরকারী বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা মুসতারী স্বর্মা জানিয়েছেন, দীর্ঘ সময় পর শিক্ষার্থীদের কাছে পেয়ে অনেকটাই স্বস্তি পেয়েছেন। তাদের দেখতে না পেরে চেনা মুখগুলো অচেনা হয়ে গেছে। স্কুল খুলে দেয়ায় শিক্ষার্থীদের কাছে পেয়ে যেন বুক ভরেছে সব শিক্ষকের। স্কুলের প্রধান শিক্ষকরা জানিয়েছেন, স্কুল খোলার খবরে গত ১০ দিন ধরে নতুন রূপে সাজিয়েছেন সব ক্লাস রুম। সব ধরনের ময়লা, আবর্জনা পরিস্কার কওে ঝকঝকে চকচকে করে গড়ে তুলেছেন বিদ্যালয়কে। অপেক্ষায় ছিলেন এই শুভ দিনটির জন্য। সব নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থী ও শিক্ষকদেও শারীরিক দূরত্ব বজায় রেখে ক্লাস শুরু করেছেন তিনি। একই নিয়মে ক্লাস শুরু করেছেন সরকারি বালক উচ্চ বিদ্যালয়গুলো। জয়পুরহাট সরকারি কলেজ,পাচবিবি সরকারী হাজী মুহাম্মদ মহসিন কলেজ,সহ দেড় বছর পর পর শিক্ষা প্রতিষ্ঠান খুলে যাওয়ায় অভিভাকরাও সাধুবাদ জানিয়েছেন সরকারকে। জেলা প্রশাসক শরিফুল ইসলাম জানিয়েছেন, তার বাসভবনের পাশেই কালেক্টরেট স্কুল। সকালে ঘন্টা বাজার শব্দ শুনে তিনি মুগ্ধ হয়ে পরেন । তিনি আগামীকাল বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করবেন বলে জানালেন। স্বাস্থ্যবিধি মেনে স্কুল পরিচালনা করারও আহবান জানান প্রতিষ্ঠান প্রধানদের। শিক্ষার্থীদের যে কোন শারীরিক সমস্যা দেখা দিলে তাদের দ্রুত সময়ে স্বাস্থ্যসেবা দেয়ার ব্যবস্থার কথাও জানান তিনি।#১২.০৯.২০২১
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |