আবুবকর সিদ্দিক জয়পুরহাট প্রতিনিধি ঃ জয়পুরহাট জেলায় মাদকদ্রব্য উদ্ধার ও অভিযান পরিচালনার সময় পাঁচবিবি থানার এস.আই মোঃ জাকারিয়া খান সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ পাঁচবিবি থানার আয়মা রসুলপুর ইউপির অন্তর্গত চইড়া কেশবপুর গ্রামে মোঃ রবিউল ইসলাম ও মোঃ মুরাদ দ্বয়ের বসত বাড়ীর ভিতরের খলিয়ানের মধ্যে ০৩ (তিন) টি গাঁজার গাছ, যাহার ডালপালা পাতাসহ মোট ওজন ২২ কেজি উদ্ধার করা হয়। ২ জন কে হাতে নাতে গ্রেফতার করা হয়। আসামীরা হলো ১। মোঃ রবিউল ইসলাম (৪৫) পিতা-মৃত তছিম উদ্দিন, ২। মোঃ মুরাদ ইসলাম (২৫) পিতা-মোঃ রবিউল ইসলাম উভয় সাং-চইড়া কেশবপুর (কড়িয়া), থানা-পাঁচবিবি, জেলা-জয়পুরহাট।