আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ১০:৫০
আবুবকর সিদ্দিক,জয়পুরহাট প্রতিনিধি:-জয়পুরহাটে গরু ব্যবসায়ীকে চেতনা নাশক মেশানো চা পান করে লাখ টাকা হাতেিয় নেওয়ার চেষ্টা করে ধরা পড়ছেনে ভাই-বোনসহ চার জন। শনবিার শহররে নতুনহাট গরুর হাটে এ ঘটনা ঘটে।
গ্রেপতারকৃতরা হলেন- শহররের নতুনহাট শেখপাড়া মহল্লার মৃত ইছাহাক আলীর ছেলে বাবু মিয়া (৪৫), মেয়ে লাকী বগেম (৫০), একই এলাকার সালামের ছেলে মামুন হোসেন (৩৫) ও চকদাদরা এলাকার আতিয়ার রহমানের স্ত্রী পলী আক্তার (২১)।
নতুনহাট একটি গরুর বড় হাট। সখোনে দূর-দূরান্তরের অনেক ব্যবসায়ীরা গরু কিনতে আসেন। তাদের কাছে টাকা হাতিয়ে নিতে এমন চক্র নানা কৌশল করে জানায় জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ব্যবসায়ীর কাছে প্রায় সাড়ে ৫ লাখ টাকা ছিল। তিনি শনিবার সকালে হাটে নেমে একটি হোটেলে নাস্তা করেন। এরপর হোটলে র্কমচারীর নিকট চা আনতে বলেন।
ওই র্কমচারী, ব্যবসায়ীর নিকট থাকা হাতিয়ে নিতে আরও তিনজন পরস্পর যোগসাজস করে চায়ে চেতনানাশক ওষুধ মেশায়। সেই চা পান করে শাহ আলম অসুস্থ হয়। এ অবস্থায় তিনি তার সাথে থাকা জাকারিযা মাসুদ নামে এক ব্যক্তির কাছে টাকা জমা রাখেন। পরে অন্য ব্যবসায়ীদের সহযোগিতায় জয়পুরহাট আধুনিক জয়পুরহাট হাসপাতালে চিকিৎসা নেন।
ওসি বলনে, এ ঘটনায় থানায় মামলা হয়ছে। গ্রেপ্তার চারজনকে সন্ধ্যায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়ছে।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |