আজ মঙ্গলবার | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ৮:৪৪
আবুবকর সিদ্দিক.জয়পুরহাট প্রতিনিধিঃজয়পুরহাটে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে সোমবার সকাল ৭টায় শহরের শহীদ ডাঃ আবুল কাশেম ময়দানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন স্থানীয় সংসদ সদস্য এ্যাড. সামছুল আলম দুদু, জেলা প্রশাসক শরীফুল ইসলাম, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা, জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট, পৌরসভার মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক, জেলা আওয়ামী লীগ ,যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠনের নেতারা। এসময় বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ জেলা শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শদ্ধা জানায়।
পরে জেলা প্রশাসনের পক্ষ থেকে আলোচনাসভা ও দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। জয়পুরহাট প্রেসক্লাবের উদ্যোগে প্রেসক্লাব মিলনায়তনে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সভাপতি এ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মন্ডল পিপির সভাপতিত্বে আলোচনাসভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সহ সভাপতি সাহাদুল ইসলাম সাজু, যুগ্ম সাধারন সম্পাদক মাসুদ রানা, সাবেক সভাপতি মোস্তাকিম ফাররোখ, নন্দ কিশোর আগরওয়ালা, সাবেক সাধারন সম্পাদক খ,ম আবদুর রহমান রনি, সাংবাদিক আলমগীর চৌধুরী, আব্দুল আলীম, শফিকুল ইসলাম, আবু মুসা, মাশরেকুল আলম, তপন কুমার খাঁ, মোয়াজ্জেম হোসেন প্রমুখ।
Dhaka, Bangladesh মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:38 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |