আজ রবিবার | ২১শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |৫ই রজব, ১৪৪৬ হিজরি | সকাল ৬:১২
আবুবকর সিদ্দিক,জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাট জেলা পুলিশ আজ গভীর রাতে (মংগলবার) মাদক বিরোধী ও বিশেষ অভিযান পরিচালনা করে ৭ বছরের সাজাপ্রাপ্ত এবং ৫জন বিভিন্ন মেয়াদের সাজাপ্রাপ্ত আসামী সহ মোট ৩২ জনকে গ্রেফতার করেছে।
জয়পুরহাট জেলা পুলিশ সুপার মাসুম আহম্মেদ ভুঞা জানান
কালাই থানা শিশু অপহরন মামলার পলাতক আসামী আ: মতিন জেলার বিজ্ঞ জজ ৪-০-৭-৮৯ সালে ৭ বছরের সাজার রায় প্রদান করেন। ৩২ বছর ধরে আসামী আন্তগোপন করে থাকে , বগুড়া পুলিশের সহায়তায় জয়পুরহাট জেলার ইটাইল গ্রামের মৃত আ: মালেক মন্ডলের পুত্র আ: মতিন (৬০) কে গ্রেফতার করে জেলা কারাগারে প্রেরন করা হয়েছে।
এছাড়াও রাতে বিভিন্ন জায়গা হতে জেলার ৫টি থানায় জেলা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে ৩২ জনকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা, ও সাজাপ্রাপ্ত আসামী , এবং মাদক মামলায় তাদের গ্রেফতার করা হয়।
শীর্ষ গ্রেফতারক্রীত আসামীরা হলো ৭ বছরের সাজাপ্রাপ্ত আসামী আ: মতিন,(৬৫) মাদক মাদক স¤্রাট মোর্সেদুল,(২৮) মমিন(২৫) মিলন(৩০) ।স¤্রাট, ২৫- মামুন(৩০) সহ মোট ৩২ জন ।
Dhaka, Bangladesh রবিবার, ৫ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:22 AM |
Sunrise | 6:42 AM |
Zuhr | 12:04 PM |
Asr | 3:05 PM |
Magrib | 5:26 PM |
Isha | 6:46 PM |