আবুবকর সিদ্দিক জয়পুরহাট প্রতিনিধি ঃ -জয়পুরহাট জেলার সদর থানায় ডাকাতি মামলা রুজু হওয়ার ০৭(সাত) ঘন্টার মধ্যে গত ২৬-০৮-২০২১খ্রিঃ বৃহস্পতিবার গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানা এলাকা হইতে ডাকাতি হওয়া ০২টি মোটর সাইকেল, নগদ টাকা, মোবাইল সেট ও দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের ০৩(তিন) জন সদস্যকে গ্রেফতার করে জয়পুরহাট সদর থানা ও জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখা(ডিবি) পুলিশ।
জয়পুরহাট সদর থানার আমদই ইউনিয়ন এর তেঘরা দন্ডপানি এলাকায় ডাকাত দল ডাকাতি সংঘটন করে ০২টি মোটর সাইকেল, ০১টি স্বর্ণের আংটি, ০৪টি মোবাইল ফোন এবং নগদ ১,লাখ০২ হাজার ,৫০০/- টাকা ডাকাত দলের সদস্যরা লুণ্ঠন করে নেয়। এই সংক্রান্তে জয়পুরহাট সদর থানার মামলা রুজু হয়।
জয়পুরহাট জেলার পুলিশ সুপার জনাব মাছুম আহাম্মদ ভূঞা,পিপিএম- এর সার্বিক তত্ত্বাবধানে ইশতিয়াক আলম, সিনিয়র সহকারী পুলিশ সুপার (চলতি দায়িত্বে সদর সার্কেল) এর নেতৃত্বে জয়পুরহাট সদর থানা এবং জেলা গোয়েন্দা শাখা(ডিবি) পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে বিভিন্ন কৌশল অবলম্বন এবং তথ্য প্রযুক্তির সহায়তায় (সাত) ঘন্টার মধ্যে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানা এলাকা হইতে ০২টি মোটর সাইকেল, ৫৩,২৮০/- টাকা, ০১টি NOKIA মোবাইল সেট, ০১টি ছোরা, ০১টি লোহার কাটাল, ০১টি চাপাতি, ০১টি সামুরাই, ০১টি রাম দা, ০১টি ছোট ছুরি উদ্ধার করা হয়।
গ্রেফতার কৃত ডাকাতরা হল গাইবান্ধা জেলার সাতাইল, বাতাইল গ্রামের আবদুল জলিলএর পুত্র আইনুল ইসলাম,(৩০) পলু পাড়া, হীরক পুড় গ্রামের ময়েনউদ্দিন এর পুত্র মোঃ রফিক( ২৪) পলু পাড়া গ্রামের আপিলের পুত্রসাহারুল( ৩৫) থানা গোবিন্দ গন্ধ, জেলা গাইবান্ধা।