- প্রচ্ছদ
-
- রাজশাহী
- জয়পুরহাটে ডায়াবেটিস হাসপাতালে ২০ শয্যারহাসপাতাল উদ্বোধন
জয়পুরহাটে ডায়াবেটিস হাসপাতালে ২০ শয্যারহাসপাতাল উদ্বোধন
প্রকাশ: ৪ মে, ২০২৩ ১১:৫২ পূর্বাহ্ণ
আবুবকর সিদ্দিক, জয়পুরহাট প্রতিনিধিঃ বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা অন্যান্য অনেকে দেশের চেয়ে উন্নত হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ ও আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবু সাইদ আল মাহমুদ স্বপন এমপি।
বৃহস্পতিবার দুপুরে জয়পুরহাট ডায়াবেটিক সমিতির ২৬তম বার্ষিক সভা ও ২০ শয্যা বিশিষ্ট নব-নির্মিত হাসপাতালের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন ।
জয়পুরহাট ডায়াবেটিক সমিতির সভাপতি আব্দুল আজিজ মোল্লার সভাপতিত্বে এসময় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মহিউদ্দিন জাহাঙ্গীর, পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম ও সিভিল সার্জন ডাঃ ওয়াজেদ আলী,জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এ্যাড: মোমিন আহম্মেদ চৌধুরী জিপি, গোলাম হক্কানি, মুক্তি যোদ্ধা আমজাদ হোসেন, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ পরিচালক ডাঃ জুবায়ের গালিব, জয়পুরহাট আধুনিক হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ রাসেদ মোবারক জুয়েল, ডায়াবেটিস সমিতির সাধারণ সম্পাদক খেলায়েত হোসেন লেবু, সহ সাধারণ সম্পাদক খ,ম, আব্দুর রহমান রনি ।
জয়পুরহাট ডায়াবেটিস হাসপাতাল কে একটি আধুনিক হাসপাতালে রুপান্তরিত করা হবে বলে জানালেন কতৃপক্ষ।।
Please follow and like us:
20 20