আজ মঙ্গলবার | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সন্ধ্যা ৬:৫৫
আবু বকর সিদ্দিক,জয়পুরহাট প্রতিনিধি:- জয়পুরহাটে দীর্ঘদিন থেকে যেন মৃত্যুফাঁদ হয়ে আছে ৪টি বেইলি সেতু। এসব সেতু দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন চলাচল করছে শতশত ভারী যানবাহন। দীর্ঘদিন ধরে সেতুগুলি ব্যবহারের ফলে এর নাট-বল্টু সহ লোহা লস্কর হয়ে পড়েছে দূর্বল। আর এ কারনে মাল বোঝাই ট্রাক উঠলেই কেঁপে ওঠে পুরো সেতু। আর এসব সেতুর লোহার পাটাতনে বড় বড় ফাটল থাকায় প্রায়ই ঘটছে কোন না কোন দুর্ঘটনা।
আশির দশকে নির্মাণ করা হয় জয়পুরহাট-ক্ষেতলাল সড়কের বটতলী থেকে পাকার মাথা অংশে তিনটি বেইলি সেতু। আর হিলি-শালাইপুর-কালাই সড়কে একটি। আর সেই থেকেছোট চোট পাতি দিয়ে জোড়াতালি দিয়ে মেরামত করে যানবাহন চলাচল করছে সেতুগুলির উপর দিয়ে। এত জোড়াতালি দিয়েছে যে, আর কোন প্লেটই দেখা যায়না। যেমন কোনকাপড় যদি তালি দেয়া হয় , বেশী তালি পড়লে কোনটা আসল কাপড় বোঝা যায়না , সেই রকম হলো বেইলি ব্রীজের অবস্থা। এতে করে মাঝে-মধ্যেই ঘটছে ছোট-খাটো দুর্ঘটনা। সেতুর পাটাতনগুলোর বিভিন্ন স্থানেফেটে ও ভেঙ্গে যাওয়ায় সেগুলো মারাতœক ঝুকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। এছাড়া সেতুর অনেক জায়গায় রেলিং এর নাট বল্টুও নেই। এর ফলে ওপর দিয়ে মাল বোঝাই ট্রাক যাতায়াতের সময় পুরো সেতুই কেঁপে ওঠে।ড্রাইভার কোরবান জানান বেইলি সেতুর উপর উঠলে মনে হয় এই বুঝি ভেংগে পড়ে যাবে। পথচারীরাও ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে এসব সেতু দিয়ে। তাই অবিলম্বে এসব সেতু পুননির্মানের দাবি তাদের।
এদিকে আশার কথা শোনালেন জেলা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী জাকির হোসেন,।তিনি জানান, ইতিমধ্যে এই ৪টি সেতু নতুন করে নির্মানে টেন্ডার হয়েছে। চলতি বছরের শেষের দিকে এর কাজ শুরু হবে। বড় ধরণের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেতে সেতুগুলো আর মেরামত নয়, স্থায়ীভাবে নতুন সেতু নির্মাণ করা হোক এমন দাবী জয়পুরহাটবাসীর।
Dhaka, Bangladesh মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:38 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |