- প্রচ্ছদ
-
- রাজশাহী
- জয়পুরহাটে ধর্ষকদের শাস্তির দাবিতে ছাত্রলীগের মোমবাতি প্রজ্বলন
জয়পুরহাটে ধর্ষকদের শাস্তির দাবিতে ছাত্রলীগের মোমবাতি প্রজ্বলন
প্রকাশ: ৮ অক্টোবর, ২০২০ ১১:৩৪ পূর্বাহ্ণ
আবুবকর সিদ্দিক/জয়পুরহাট প্রতিনিধিঃ -সারাদেশে সংঘটিত ধর্ষণ ও নারীর প্রতি নির্যাতন সহিংসতা বন্ধে ও ধর্ষকদের বিচারের দাবিতে শহরের শহীদ ডাঃআবুল কাশেম ময়দানে মোমবাতি প্রজ্বলন করেছে জেলা ছাত্রলীগ । বুধবার(৭অক্টোবর) সন্ধ্যায় ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতা কর্মীরা এ মোমবাতি প্রজ্বলনে অংশনেন ।
সন্ধ্যায় প্রায় ঘন্টাব্যপী এই মোমবাতি প্রজ্বলন চালাকালে বক্তব্য রাখেন, জেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া হোসেন রাজা, সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক রেজা, যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল রকি, প্রচার সম্পাদক আহাদুজ্জামান সৌরভ প্রমুখ।
এসময় ধর্ষকদের বিচারের দাবি জানিয়ে ছাত্রলীগ নেতারা বলেন, ধর্ষকদের কোনো দল নেই। ধর্ষক যে কেউই হোক না কেন তাকে বিচারের আওতায় আনতে হবে। তাহলেই কেবল ধর্ষণের সংখ্যা কমে আসবে। ধর্ষণের মতো জঘন্য অপরাধের বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের দাবি জানান বক্তরা।
Please follow and like us:
20 20