আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ৩:৪৬
জয়পুরহাট প্রতিনিধি: –জয়পুরহাট জেলা জাতীয়তাবাদী নবীন দলের উদ্যোগে ধর্ষণ বিরোধী প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা ১২টায় জয়পুরহাট শহরের একটি বেসরকারী প্রতিষ্ঠানের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। জয়পুরহাট জেলা নবীন দলের সভাপতি রবিউল ইসলামের সভাপতিত্বে প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ফয়সাল আলীম। জয়পুরহাট জেলা নবীন দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো: তাইজুল ইসলামের সঞ্চালনায় এ সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো: গোলাম মোস্তফা। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা নবীন দলের সিনিয়র সহ-সভাপতি আহসান হাবীব সৈকত, সাংগঠনিক সম্পাদক নাজমুল ইসলামসহ বিভিন্ন উপজেলা, পৌর শহর ও ইউনিয় পর্যায়ের নেতৃবৃন্দ।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, ‘দেশে ধর্ষণের ঘটনায় সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড ঘোষনা করা হয়েছে। আমরা চাই এ আইন খুব দ্রæত কার্যকর করা হোক।’
এর আগে পূর্ব ঘোষিত জয়পুরহাট শহরের ষ্টেশন রোডস্থ জেলা বিএনপির কার্যালয়ের বেলা ১১টার প্রতিবাদ সভাটি পুলিশ বন্ধ করে দেয়।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |