আজ রবিবার | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সন্ধ্যা ৬:২৯
জয়পুরহাট প্রতিনিধি :বিশ্ব ডায়াবেটিসের আলোচনায় বক্তারা বলেছেন সচেতনতার মাধ্যমে ডায়াবেটিস প্রতিরোধ করা সম্ভব। জয়পুরহাটে আজ মঙ্গলবার সকাল ১০ টায় নানা আয়োজনে পালন করা হয় বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৩।
বিশ্বে টাইপ-২ ডায়াবেটিস মহামারি আকার ধারন করছে। সে কারনে জীবন-যাপনের পরিবর্তনের মাধ্যমে এ থেকে ৭০ ভাগ রক্ষা পাওয়া সম্ভব। জয়পুরহাট ডায়াবেটিক সমিতি বিশ্ব ডায়াবেটিস দিবস পালন উপলক্ষে ফ্রি ডায়াবেটিস পরিক্ষা, শোভাযাত্রা ও সচেতনতা মূলক আলোচনা সভার আয়োজন করে। বিশ্ব ডায়াবেটিস দিবসের এবারের প্রতিপাদ্য হচ্ছে ” ডায়াবেটিসের ঝুঁকি জানুন, প্রয়োজনীয় ব্যবস্থা নিন”। জয়পুরহাট শহরের বাবু পাড়ায় অবস্থিত ডায়াবেটিক হাসপাতাল থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় হাসপাতালে এসে সমাপ্তি হয়। সেখানে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জয়পুরহাট ডায়াবেটিক সমিতির সভাপতি আব্দুল আজিজ মোল্লা। জয়পুরহাট ডায়াবেটিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক খ ম আবদুর রহমান রনির সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় ডায়াবেটিস সচেতনতা নিয়ে বক্তব্য রাখেন জয়পুরহাট ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন লেবু, , ডাঃ ফাতেমাতুজহুরা, ডাঃ মামুন ইসাহাক প্রমূখ। বক্তারা বলেন, জীবন-যাপনের পরিবর্তন ও সচেতনতার মাধ্যমে ডায়াবেটিস প্রতিরোধ করা এবং সুস্থ থাকা সম্ভব।
বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে জয়পুরহাট ডায়াবেটিক সমিতির উদ্যোগে দুই শতাধিক নারী- পুরুষের ফ্রি ডায়াবেটিস পরিক্ষা করা হয়।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |