- প্রচ্ছদ
-
- রাজশাহী
- জয়পুরহাটে পুলিশ পরিচয় দিয়ে প্রতারণা করতে গিয়ে হাতেনাতে আটক
জয়পুরহাটে পুলিশ পরিচয় দিয়ে প্রতারণা করতে গিয়ে হাতেনাতে আটক
প্রকাশ: ১১ মে, ২০২৩ ১২:২৫ অপরাহ্ণ
আবুবকর সিদ্দিক জয়পুরহাট প্রতিনিধি :জয়পুরহাট পৌরসভার বুলু পাড়ার জনৈক আজহার আলীর বাড়িতে গিয়ে ডিবির অফিসার পরিচয় দিয়ে আজাহারআলীকে মাদক বিক্রেতা বলে ভয় দেখায় এবং তার নিকট টাকা দাবি করলে ভয়ে আজাহার আলী তাদের ৩০০০ টাকা দেয়। আসামিদের আচরণ সন্দেহজনক হলে আশেপাশের লোকজন কে বলে জাতীয় জরুরি সেবা ৯৯৯ফোন দিলে জয়পুরহাট থানা পুলিশের একটি টিম সেখানে গিয়ে ডিবি পুলিশের পরিচয়দানকারী দুই প্রতারককে আটক করে এবং আসামি শাহিন আলমের নিকট থেকে একটি খেলনা পিস্তলও একটি পুলিশের জাল পরিচয় পত্র উদ্ধার করে। আটককৃতরা হলো ( ১) শাহিন আলম (২৪)পিতা মোঃ সাহাদুল বাড়ি গনেশপুর থানা ধামুরহাট নওগাঁ ২)সাইদুল ইসলাম (২৫)পিতা মৃত ইয়াকুব আলী বাড়ি রেল বস্তি জয়পুরহাট পৌরসভা থানা জয়পুরহাট জেলা জয়পুরহাট।।
আসামি দের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা নেয়া হবে বলে জানালেন জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্ম কর্তা।।
Please follow and like us:
20 20