আজ বুধবার | ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২৩শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ৮:৩০
আবুবকর সিদ্দিক/ জয়পুরহাট:- বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে দেশ,এগিয়ে যাচ্ছে সমাজ। গৃহহীনরা এখন নিজেরাই ঘরের মালিক। মুজিব শতবর্ষেবাংলাদেশের যেন কেউ গৃহহীন না থাকে সেই জন্য জেলায় ৩০১ টি বাড়ী নির্মান করে দিয়েছে শেখ হাসিনা। ঘড় পেয়ে বেজায় খুশী সুবিধা ভোগীরা। এর মধ্যে আদিবাসী, জুতা মেরামতকারী, এবং রাস্তায় ঘুমায় এমন ব্যাক্তি ও আছে।
পাচবিবিউপজেলার আদিবাসী শ্রী নাথ পাহান জানালেন আমার কোন বাড়ী ছিলনা প্রধান মন্ত্রীর দেয়া বাড়ী পেয়ে আমার আশ্রয় হলো, যেটা আমি কল্পনা করিনি।।
জয়পুরহাট জেলা প্রশাসক শরীফুল ইসলাম জানালেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে জেলার ৫টি উপজেলায় -ক’ও ‘খ’ক্যাটাগরিতে যারা ভূমিহীন ও গৃহহীন তাদের জন্য নতুন বাড়ি তৈরি করার উদ্যোগ নেওয়া হয়।ওই কার্যালয়ের অগ্রাধিকার
ভিত্তিক প্রকল্প আশ্রয়ণ ২ এরআওতায়,প্রথমওদ্বিতীয়ফেইজেমোট৩০১টিবাড়িরপ্রতিটিরনির্মাণ ব্যায় ধরা হয়১ লাখ ৭১হাজার টাকা । এর মধ্যে প্রথম পর্যায়ে ১৬০ টি পরিবারকে বাড়ি বুঝিয়ে দেয়া হয়েছে।
দ্বিতীয় পর্যায়ে জেলার আজ সদর উপজেলায় ৩০টি ক্ষেতলাল উপজেলায় ১৩টি,কালাই উপজেলায় ৫৮টি,আক্কেলপুর উপজেলায় ১০টি এবং পাঁচবিবি উপজেলায় ৩০টি, মোট ১৪১বাড়ি নির্মাণ কাজ শেষ হয়েছে।আজ ২০শে জুন মাননীয় প্রধানমন্ত্রী ভার্চুয়ালি বাড়িগুলি গৃহহীনদের উপহার হিসাবে হস্তান্তর করলেন ।সরকারের মহতি এ উদ্যোগটি জেলা প্রশাসকের নির্দেশনায় স্থানীয় ইউপি চেয়ারম্যানদের মাধ্যমে ছিন্নমূল ও ভূমিহীন পরিবারের তথ্য উপজেলা ভূমি অফিস থেকে যাচাই করে নিশ্চিত হওয়ার পরেই সুবিধাভোগীদের তালিকা তৈরি করা হয়েছে, বিভিন্ন ব্যক্তির দখলে থাকা সরকারি ভূমি উদ্ধার ও ঘরের স্থান নির্ধারণসহ এসব ঘর নির্মাণে তদারকির জন্য নিরলস পরিশ্রম করেছেন উপজেলা নির্বাহী অফিসার গন।
প্রতিটি গৃহে ইটের দেয়াল, কংক্রিটের মেঝে এবং রয়েল টিনের ছাউনি দিয়ে তৈরি,একটি রান্না ঘর, টয়লেট ও সামনে খোলা বারান্দা রয়েছে।
জয়পুরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার আরাফাত হোসেন বলেন ‘ক’ শ্রেণির পরিবারের মধ্যে প্রথম পর্যায়ে ১৬০টি পরিবারেরকে বাড়ি বুঝিয়ে দেওয়া হয়েছে।’খ’শ্রেণীর দ্বিতীয় পর্যায়ের বাড়িগুলির কাজ নির্দিষ্ট সময়ে শেষ হয়েছে।সে গুলো আজ ২০জুন বুঝিয়ে দেয়া হলো। মাননীয় প্রধানমন্ত্রী ভার্চুয়ালি এটির উদ্বোধন করেন। যাদেরকে ঘর ও জায়গা দেয়া হয়েছে প্রত্যেকের নামে ডিসি আর, খতিয়ান, গৃহ প্রদানের সার্টিফিকেট, ও দলিল রেজিস্ট্রির মাধ্যমে জায়গা ও ঘর বুঝিয়ে দেয়া হয়।আর যারা বাদ পড়েছে অনুমোদন সাপেক্ষে পর্যায়ক্রমে তাদের ঘর দেওয়ার পরিকল্পনা রয়েছে ।কাজের গুনগত মান শত ভাগ বজায় রেখে মুজিববর্ষে প্রধানমন্ত্রীর উপহার সমাজের নিম্ন আয়ের অসহায় ভূমিহীন পরিবার গুলোর কাছে মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া উপহার তাদের স্বপ্নের বাড়ি।”বাংলাদেশের একটি মানুষও গৃহহীন থাকবে না” সরকারের এ ঘোষণা অনুযায়ী যাদের জমি এবং বাড়ী কিছুই নেই তাদেরকে সরকারি ব্যবস্থাপনায় দু’কক্ষ বিশিষ্ট সেমি পাকা একটি করে বাড়ি উপহার হিসেবে দেয়া হয়েছে।
Dhaka, Bangladesh বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:38 AM |
Zuhr | 11:59 AM |
Asr | 2:59 PM |
Magrib | 5:19 PM |
Isha | 6:40 PM |