আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ১০:০৮
আবুবকর সিদ্দিক- জয়পুরহাট—:-কোভিড ১৯ এ আদার কদও বেড়েছে, চাহিদা প্রচুর হওয়ায় , জয়পুরহাটে এই প্রথম বানিজ্যিভাবে বস্তায় আদা চাষ শুরু করেছে জাহাঙ্গীর আলম নামের এক কৃষক। তার এই পদ্ধতিতে আদা চাষ এখন মডেল হিসাবে ছড়িয়ে পড়ছে। এই সফলতা দেখে জেলার অনেকেই এখন আগ্রহ হচ্ছেন বস্তায় আদা চাষে। আর আগ্রহীদের বিভিন্ন ধরনের পরামর্শ দেওয়ার কথা জানান স্থানীয় কৃষি বিভাগ।
বানিজ্যিভাবে আদা চাষ শুরু করেছে জয়পুরহাট সদর উপজেলার দুর্গাদহ গ্রামের জাহাঙ্গীর আলম নামের এক কৃষক। তিনি ১ হাজার বস্তায় আদা চাষ শুরু করেন। তারপর থেকে তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। বর্তমানে তার বাড়ির আঙ্গিনায়, টিউবয়েলের পার ও পরিত্যাক্ত ফাঁকা জায়গায় ১ হাজার বস্তায় রয়েছে আদার গাছ। এসব গাছ দেখলে মন প্রাণ জুড়িয়ে যায়। এক হাজার বস্তাকে মাটি ভরে আদা লাগাতে তার খরচ হয়েছে প্রায় ২৪ হাজার টাকা। আদার ফলন ভালো হওয়ায় সেখান থেকে প্রায় ২ থেকে আড়াই লাখ টাকার আদা বিক্রি হবে বলে আশা করছেন কৃষক জাহাঙ্গীর আলম।
আদার গুনাগুন বলে শেস করা যাবেন্ া,ঔষধী গুনাগুনে ভরপুর আদা। করোনা পরিস্থিতিতিতে আদার চাহিদা বেড়ে যাওয়ায় জাহাঙ্গীরের এই বস্তায় আদা চাষে জেলার বিভিন্ন এলাকার কৃষক ও বেকার যুবকরা আগ্রহ হচ্ছেন এ ধরনের আদা চাষে। অনেকেই আসছেন তার কাছে পরামর্শ নিতে।
এদিকে পরিত্যাক্ত জায়গায় ও বাড়ির আঙ্গিনায় কৃষক জাহাঙ্গীর আলমের এই আদা চাষে যারা আগ্রহী হচ্ছেন তাদের বিভিন্ন ধরনের প্রশিক্ষন ও সহায়তা করার কথা জানান ফারজানা হক, কৃষি সম্প্রসারন কর্মকর্তা, জয়পুরহাট সদর, ফারজানা হক, ।
একদিকে বাড়ির আঙ্গিনায় ও পরিত্যাক্ত ফাঁকা জায়গায় বস্তায় আদা চাষ করে পরিত্যাক্ত জায়গা কাজে লাগানো সম্ভব তেমনি আর্থিকভাবেও লাভবান হওয়া সম্ভব। এতে চাপ কমবে অন্যান্য ফসলী জমির উপর। তাই দিন দিন এই পদ্ধতিতে আদা চাষে আগ্রহ হচ্ছেন এখানকার কৃষকেরা বলে জানান স্থানীয় কৃষি বিভাগ।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |