আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ১১:৪৪
জয়পুরহাট জেলা সংবাদদাতাঃ জয়পুরহাটে বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ বিষয়ক দিনব্যাপী ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে জাকস ফাউন্ডেশনের কনফারেন্স রুমে ন্যাশনাল ডেভলপমেন্ট প্রোগ্রাম আয়োজিত এবং প্লান বাংলাদেশ এর সহযোগিতায় কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজি। এসময় এনডিপি’র সিইএমবি প্রকল্পের ডিভিশনাল ম্যানেজার সাব্বির আহম্মেদ এর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, জাতীয় কল্যান সংস্থা জাকস এর নির্বাহী পরিচালক নুরুল আমিন দুদু, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপপরিচালক হাসনা জাহান, সাংবাদিক সাহাদুল ইসলাম সাজু, আব্দুল আলীম, আবু বকর সিদ্দিক, মোস্তাকিম ফাররোখ,আলমগীর চৌধুরী, শাহজাহান সিরাজ মিঠু প্রমুখ। জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী বলেন, কোন এলাকায় বাল্য বিবাহ হলে তার খবর ইউএনও বা প্রশাসনকে না জানালে সংশ্লিষ্ট ইউপি সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে সেইসাথে কোন বিদ্যালয়ে শিক্ষার্থী দীর্ঘদিন ধরে অনুপস্থিত থাকলে সে বিষয়ে খবর নিতে হবে তা না হলে সংশ্লিষ্ট শিক্ষকের বিরুদ্ধে ও ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরো বলেন, কোন কাজী মেয়েদের বয়স বাড়িয়ে বা অসত্য তথ্য দিয়ে বাল্য বিবাহ রেজিষ্ট্রি করালে তার বিরুদ্ধে ও ব্যবস্থা নেয়া হবে।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |