আজ বুধবার | ২৪শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |৮ই রজব, ১৪৪৬ হিজরি | রাত ১১:২৩
আবুবকর সিদ্দিক,জয়পুরহাট প্রতিনিধিঃ-জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার কেশবপুর গ্রামে বাল্য বিয়ের অপরাধে কনের বাড়ি থেকে আটককৃত বরকে ৭দিনের কারাদ্বন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার রাতে আক্কেলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের বিচারক এস এম হাবিবুল হাসান এ রায় দেন।
কারাদ্বন্ড প্রাপ্ত বর এরশাদ আলী মন্ডল (২১) পার্শ্ববর্তী নওগাঁর বদলগাছি ্উপজেলার গর্ন্ধবপুর গ্রামের মৃত লায়েজ উদ্দিন মন্ডলের ছেলে।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান বৃহস্পতিবার দুপুরে সাংবাদিকদের জানান, রাতে আক্কেলপুর উপজেলার কেশবপুর গ্রামে মৃত আকাওয়াত হোসেনের নাবালিকা মেয়ে তাঞ্জিলা আক্তারের (১৪) সাথে পার্শ্ববর্তী নওগাঁর বদলগাছি উপজেলার গর্ন্ধবপুর গ্রামের মৃত লায়েজ উদ্দিন মন্ডলের ছেলে এরশাদের বিয়ে হচ্ছে বলে স্থানীয়দের মাধ্যমে পুলিশ ও উপজেলা প্রশাসনের কাছে খবর আসে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল কেশবপুর গ্রামের কনের বাড়ি থেকে বর এরশাদকে আটক করলেও ঘটনার সাথে সম্পৃক্ত বর ও কনে পক্ষের অন্যান্যরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান।
পরে ওই রাতে বর এরশাদকে নির্বাহী কর্মকর্তার ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে তাকে সাত দিনের বিনাশ্রম কারাদ্বন্ডের আদেশ দিয়ে জেল হাজতে প্রেরনের নির্দেশ দেওয়া হয়।
Dhaka, Bangladesh বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:22 AM |
Sunrise | 6:42 AM |
Zuhr | 12:05 PM |
Asr | 3:07 PM |
Magrib | 5:28 PM |
Isha | 6:48 PM |