আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | ভোর ৫:০৪
জয়পুরহাট প্রতিনিধি:- জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ধরঞ্জী এলাকায় একটি বাড়ির পাশে লাউ গাছের নীচ থেকে হাড়ের স্তুপের সাথে একটি প্যান্ট উদ্ধার করেছে পুলিশ।
শনিবার ৯ সেপ্টেম্বর সন্ধ্যায় পাঁচবিবি উপজেলার ধরঞ্জী গ্রামের বাসিন্দা সামছুল ইসলামের বসতবাড়ির পাশে লাউ গাছের নীচ থেকে হাড়ের স্তুপের সাথে একটি ফুল প্যান্ট উদ্ধার হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, পাঁচবিবি উপজেলার ধরঞ্জী গ্রামের সামছুল ইসলামের বাড়িতে রাজমিস্ত্রী কাজ করছিল।শনিবার সন্ধ্যার আগে এক শ্রমিক নতুন টয়লেট নির্মানের জন্য মাটি খনন করতে যায়। এসময় ওই স্থানে লাউ গাছ লাগানো ছিল। শ্রমিক লাউ গাছ অপসারণ করতে মাটিতে কোদাল দিয়ে কোপ দেয়। এসময় লাউ গাছটি গর্ত হয়ে নীচে যায় এবং দুর্গন্ধ বের হতে থাকলে মিস্ত্রির লোকজন গিয়ে মাটি খুরলে একটি প্যান্ট ও মাথার খুলিসহ হাড়ের স্তুুপ বের হয়। বাড়ির মালিক পুণিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মাথার খুলিসহ হাড়ের স্তুপ উদ্ধার করেছে।
উল্লেখ্য: এ বছরের ২২ এপ্রিল রাতে পাঁচবিবি উপজেলার ধরঞ্জী নয়াপাড়া গ্রামের মৃত মাসুদ রানার ছেলে নাঈম হোসেন (২৩) সে বাড়ি হতে ধরঞ্জী বাজারের উদ্দেশ্য বের হয়ে আর বাড়ি ফিরেনি। অনেক খোঁজাখুঁজি করে তার সন্ধান মেলেনি। পরদিন নাঈম হোসনের মামা জাহেদুল ইসলাম পাঁচবিবি থানায় একটি সাধারণ ডায়েরী করেন। এখন পর্যন্ত তার সন্ধান মেলিনি।
নির্মাণ শ্রমিক নবিউল ইসলাম বলেন, নতুন টয়লেট নির্মানের জন্য সন্ধ্যার আগে মাটি কাটতে যাই। সেখানে লাউ বাঁশের ঝাঙলার নীচে লাউ গাছ লাগানো ছিল। লাউ গাছ কোদাল দিয়ে উপড়াতে গেলে লাউ গাছ হর্তের মধ্যে ঢুকে যায়। এরপর মাটি সরাতে গেলে সেখান থেকে দুর্গন্ধ বের হতে থাকে। বিষয়টি হেড মিস্ত্রীকে জানালে হেড মিস্ত্রি গিয়ে ওই গর্ত থেকে একটি প্যান্ট ও হাড় দেখতে পেয়ে বাড়ির মালিককে জানায়। বাড়ির মালিক পুলিশকে খবর দিলে পুলিশ রাতেই এসে মাথার খুলিসহ হাড়ের স্তুপগুলো পলিথিনে মুড়িয়ে নিয়ে যায়।
অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) ইশতিয়াক আহমেদ বলেন, খবর পেয়ে ওসি ও ফোর্স তিনি ঘটনাস্থলে পৌছে হাড়ের স্তুপ উদ্ধার করেছে। তবে নিখোঁজ যুবক নাঈম হোসেনকে হত্যার পর ওই স্থানে পুতিয়ে তার উপরে লাউ গাছ লাগানো হয়েছে কিনা সে বিষয়ে তদন্ত চলছে
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |