আবুবকর সিদ্দিক,জয়পুরহাট প্রতিনিধি: বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত টিকৎসার দাবিতে জয়পুরহাটে পৃথক দুটি পদযাত্রা করেছে বিএনপির মুলগ্রুপ মাসুদ রানা ও ফয়সাল আলিম গ্রুপ।।
আজ সকাল ১২ টায় জয়পুরহাটে বিএনপির নেতা গোলজার হোসেন ও মাসুদ রানার নেতৃত্বে নতুন হাট এলাকা থেকে পদযাত্রা শুরু হয়ে জামালগঞ্জ- জয়পুরহাট সড়ক প্রদক্ষিণ করে, বৈরাগীর মোড় হয়ে মাহবুব এর চাতালে গিয়ে শেষ হয়।
সেখানে বক্তব্য দেন, জেলা আহবায়ক গোলজার হোসেন, মাসুদ রানা প্রধান, যুবদলের এটি এম শাহনেওয়াজ কবির শুভ্র, মোক্তাদুল আদনান, স্বেচ্ছাসেবক দলের সামস মতিন, ছাত্র দলের মামুন প্রধান।
অপরদিকে জয়পুরহাট সুগার মিল চত্বর থেকে কর্মীরা দলীয় ব্যানার ফেস্টুন নিয়ে পদযাত্রাটি শহরের সুগার মিল হতে শুরু করে স্টেশন সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
দলীয় কার্যালয়ের সামনে সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য ফয়সল আলীম, ইঞ্জিনিয়ার মোঃ গোলাম মোস্তফা, সাবেক জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি, মমতাজ উদ্দিন মন্ডল, সাবেক সাধারণ সম্পাদক