আজ শনিবার | ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১১ই রজব, ১৪৪৬ হিজরি | সকাল ১০:৩৩
আবুবকর সিদ্দিক,জয়পুরহাট প্রতিনিধি :- জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) এর অধীনস্থ বিওপি/ক্যাম্প সমূহে পৃথক অভিযান পরিচালনা করে-০১টি মাহেন্দ্র ট্রাক্টরসহ বিপুল পরিমানের মাদকদ্রব্য চোরচালানী মালামাল ও মাদকদ্রব্য আটক করা হয়।
হাকিমপুর সীমান্ত এলাকা থেকে পৃথক অভিযানে জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) এর অধীনস্থ হিলিসিপি বিওপি ভারতীয় শাড়ী-০৫ পিস, মদ-০৫ বোতল, বাসুদেবপুর বিওপি ভারতীয় শাড়ী-১৯ পিস, বিভিন্ন ধরনের কসমেটিস আইটেম-০৯ প্রকার, মংলা বিশেষ ক্যাম্প ব্যাটারি চালিত ভ্যানসহ উন্নতমানের মদ-৬০ বোতল এবং ডাংগাপাড়া বিশেষ ক্যাম্প বিভিন্ন ধরনের কসমেটিকস আইটেম-০৫ প্রকার মালিকবিহীন অবস্থায় আটক করা হয়।
বিরামপুর সীমান্ত এলাকা থেকে জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি)’র অধীনস্থ ভাইগড় বিওপির টহল কমান্ডার সুবেদার মোঃ শওকত আলী এর নেতৃত্বে স্হানীয় সূত্রের ভিত্তিতে টহলদল খিয়ার মামুদপুর রাস্তার পার্শ্বে (বিরামপুর, দিনাজপুর) ওৎপেতে থাকাবস্থায় একটি মাহেন্দ্র ট্রাক্টর আসতে দেখলে ড্রাইবারকে থামার সংকেত দিলে সে দৌড়ে পালিয়ে যায়। পরবর্তীতে টহলদল উক্ত গাড়ীটি তল্লাশি করে ইঞ্জিনের ভিতর হতে ভারতীয় ফেন্সিডিল-২৭৫ বোতলসহ মাহেন্দ্র ট্রাক্টরটি মালিকবিহীন অবস্থায় আটক হয়। আটককৃত ফেন্সিডিল এবং মাহেন্দ্র ট্রাক্টর এর সর্বমোট সিজার মূল্য-২১,১০,০০০/-(একুশ লক্ষ দশ হাজার) টাকা। অপর অভিযানে ভাইগড় বিওপির টহলদল গাঁজা-০৬ কেজি, ঘাসুরিয়া বিওপি ফেন্সিডিল-৬৬ বোতল এবং দাউদপুর বিওপি ফেন্সিডিল-৫৬ বোতল আটক হয়। এ ব্যাপারে জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মুহম্মদ ফেরদৌস হাসান টিটো জানান, অভিযানের সময় চোরাকারবারীরা পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। তবে অনুসন্ধানে ঘটনার সাথে জড়িতদের নাম ঠিকানা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। এছাড়া তিনি বলেন মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে। আটকৃকত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালের সর্বমোট সিজার মূল্য ২৬,০৮,৫৯০/- (ছাব্বিশ লক্ষ আট হাজার পাঁচশত নব্বই টাকা)।
Dhaka, Bangladesh শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:06 PM |
Asr | 3:09 PM |
Magrib | 5:30 PM |
Isha | 6:50 PM |