আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ১১:৩৭
আবুবকর সিদ্দিক,জয়পুরহাট প্রতনিধি:-অমর একুশে ও আর্ন্তজাতকি মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষ্যে জয়পুরহাটে এপার বাংলা ওপার বাংলা মানবাধিকার ও নদীময় কবিতা উৎসব অনুষ্ঠতি হয়েছে।
বুধবার (২২ ফেব্রুয়ারী) দিনব্যাপী জয়পুরহাট চিনিকল ট্রেনিং কমপ্লেক্সে এই কবিতা উৎসব অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক সালহেীন তানভীর গাজী, অতরিক্তি পুিলশ সুপার কে.এ.এম মামুন খান চিশতী, ওপার বাংলার কবি বঙ্গরতœ বিশ্বনাথ সাহা, কবি সুরজ দাস,বিশ্ব ভারতীর যন্ত্র শিল্পী মাধব রঞ্জন সেন গুপ্ত, ওপার বাংলার ৩ টি এপার বাংলার ৭ টি বই এর মোড়ক উন্মোচন করেন।
সাংবাদিক মাজেদ রহমানের সমন্বয়ে আয়োজক ছিলেনে বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডশেন, জয়পুরহাট লেখক ফোরাম, জয়পুরহাট সাহিত্য আকাশ এবং নদী ঘোরাও নদীর পথে। অংশ গ্রহণ করনে ভারতরে দক্ষিণ দিনাজপুররে উজ্জীবন সোসাইটি, বালুরঘাটের উত্তরের রোববার, বালুরঘাটের রেইনবো কালচারাল একাডেমেী।
এ মিলনমলায় ভারতের একটি সাহিত্য পত্রিকাসহ তিনটি এবং বাংলাদেশের চারটি সহ মোট সাতটি কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। স্বরচিত কবিতা আবৃত্তি, আলোচনা সভা ,সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় এপার বাংলা ওপার বাংলার কবিতা উৎসব। এর আগে ভারতের কবসিাহত্যিকি ও শিল্পীরা জয়পুরহাট চনিকিলের শহিদ মিনারে ফুল দিয়ে শহীদের বিনম্র শ্রদ্ধাঞ্জলি জানায়।
ভারতথেকে ১৬ জন কবি, ও শিল্পী, ও ঢাকা, ব্র¥ম্মনবাড়ীয়া, চট্রগ্রাম,দিনাজপুর, পাবনা, বগুড়া থেকে প্রায় শতাধীক কবি অংশ গ্রহন করে।
গতকাল এপার বাংলা , ওপার বাংলার কবিগন মতবিনিময় সভা করেন জয়পুরহাট প্রেস ক্লাবে।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |