- প্রচ্ছদ
-
- দুর্ঘটনার সংবাদ
- জয়পুরহাটে মাইক্রোবাসের ধাক্কায় সাইকেল আরোহী নিহত
জয়পুরহাটে মাইক্রোবাসের ধাক্কায় সাইকেল আরোহী নিহত
প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি, ২০২২ ৮:১০ পূর্বাহ্ণ
আবুবকর সিদ্দিক, নিজস্ব প্রতিবেদকঃ, জয়পুরহাটঃ-জয়পুরহাটের ক্ষেতলাল ও কালাই উপজেলার সীমান্তবর্তী এলাকার হাজিপাড়া মোড়ে মাইক্রোবাসের ধাক্কায় সাইকেল এক সাইকেল আরোহী নিহত হন। নিহত সাইকেল আরোহীর নাম আলাল হোসেন (৫০) । আজ সোমবার বিকেল ৫টায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আলাল হোসেন কালাই উপজেলার হাজিপাড়া গ্রামের মৃত আব্দুল আজিজ ফকিরের ছেলে। জানা গেছে, কালাই উপজেলার হাজিপাড়া গ্রামের কৃষক আলাল হোসেন কালাই বাজার থেকে দুধ বিক্রি করে বাইসাইকেল নিয়ে বাড়ীতে ফিরার পথে জয়পুরহাট-বগুড়া মহাসড়কের হাজিপাড়া মোড়ে পৌঁছিলে পেছন থেকে একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দিলে সেখানে তার মৃত্যু হয়। ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিরেন্দ্রনাথ মন্ডল বলেন, ক্ষেতলাল ও কালাই উপজেলার সীমান্তবর্তী এলাকার হাজিপাড়া মোড়ে সড়ক দূর্ঘটনায় আলাল হোসেন নামে এক সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
Please follow and like us:
20 20