আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | ভোর ৫:০৬
আবুবকর সিদ্দিক/জয়পুরহাট প্রতিনিধিঃ- জয়পুরহাটে মাদক মামলায় রবিউল ইসলাম নামে এক মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে জয়পুরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের হাকিম গোলাম সরোয়ার এ রায় দেন।
দন্ডপ্রাপ্ত রবিউল ইসলাম নওগাঁর ধামইরহাট উপজেলার চকচান্দিরা গ্রামের শরীফ মন্ডলের ছেলে।
মামলা সূত্রে জানা গেছে,, ২০১৬ সালের ১৭ জানুয়ারি জয়পুরহাট সদর উপজেলার খনজনপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে ধামইরহাট থেকে ঢাকাগামী মেধা এন্টারপ্রাইজ যাত্রীবাহী বাসে অভিযান চালায় র্যাব।এসময় রবিউল ইসলামের দেহ তল্লাশী করে ৫৫৪ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। তার দেওয়া তথ্যে একই এলাকার চকশব্দল গ্রামের আবু রায়হান নামের আরো একজনকে আটক করে র্যাব।
পরে তাদের বিরুদ্ধে জয়পুরহাট সদর থানায় মামলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়। মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামী রবিউল ইসলামকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের সশ্রম কারাদন্ডাদেশ দেন আদালত। একই সাথে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আসামী আবু রায়হানকে খালাস প্রদানের নির্দেশ দেন ।
রাষ্ট্র পক্ষে এ মামলা পরিচালনা করেন সরকারি কৌসুলি নৃপেন্দ্রনাথ মন্ডল এবং আসামী পক্ষের আইনজীবী ছিলেন মামুনুর রশীদ ও গোপাল চন্দ্র বর্মণ।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |