আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ৪:৩২
আবুবকর সিদ্দিক/জয়পুরহাট প্রতিনিধিঃ-মুজিব বর্ষের অঙ্গিকার, সড়ক হবে সংস্কার- এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে জয়পুরহাটে শুরু হয়েছে গ্রামীন সড়ক রক্ষনাবেক্ষন মাস। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডির উদ্যোগে বৃহস্পতিবার বেলা ১১ টায় স্থানীয় বম্বু ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনের রাস্তায় মাসব্যাপি এ কর্মসুচির উদ্বোধন করেন রাজশাহী বিভাগীয় অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহাঃ আব্দুল মালেক সরকার। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ানম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এস,এম সোলায়মান আলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন চন্দ্র রায়, এলজিডির নির্বাহী প্রকৌশলী এফ,এম খায়রুল ইসলাম, সদর উপজেলা প্রকৌশলী আব্দুর রউফ প্রমুখ।
বক্তাগন জানান, জেলায় মোট ১ হাজার ৮শ ৮৩ কিঃমিঃ রাস্তার মধ্যে ৫৮ ভাগ পাকা রাস্তা ও ৪২ ভাগ কাঁচা রাস্তা আছে। এসব রাস্তার অনেকটাই ক্ষতিগ্রস্থ হয়ে পড়েছে। তাই আগামী ১মাসের মধ্যে এসব রাস্তা মেরামত করা হবে। পর্যায়ক্রমে জেলার সকল রাস্তা পাকা করা হবে বলেও জানান তিনি।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |