আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ৯:৪০
আবুবকর সিদ্দিক,জয়পুরহাট প্রতিনিধিঃ-র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের অভিযানে শহরের কেন্দ্রস্থল পাঁচুরমোড় এলাকা হতে ১ অপহৃত ভিকটিমকে উদ্ধার ও ৪ অপহরনকারীকে আটক করেছে র্যাব।
র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর মোস্তফা জামান জানান, গতকাল ভিকটিম আফরোজা মিনু (১৮) পাঁচবিবি থেকে জয়পুরহাট শহরের পাচুর মোড় এলাকায় শপিং করতে আসে। অপহরণকারীরা ভিকটিমকে অপহরণের উদ্দেশ্যে লালমনিরহাট থেকে একটি প্রাইভেটকার ভাড়া করে নিয়ে জয়পুরহাট আসে। এ সময় সাবেক প্রেমিক আব্দুল্লাহ আল মাসুম (২২) ও তার ৩ সহযোগী আফরোজা মিনুকে জোরপূর্বক ভাড়া করা সেই প্রাইভেটকারে উঠিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এই সময় টহলরত র্যাব ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে অপহরণকারী চক্রের মূলহোতাসহ ৪ সদস্যকে আটক ও ভিকটিম আফরোজা মিনুকে উদ্ধার করে। পরে তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে তারা স্বীকার করে ভিকটিম আফরোজা মিনুকে জোরপুর্বক উঠিয়ে নিয়ে যাচ্ছিল। আটককৃতরা হলো লালমনিরহাট জেলা সদরের পঞ্চগ্রাম খন্ডিকরপাড়া এলাকার ফয়জার রহমানের ছেলে আব্দুল্লাহ আল মাসুম(২২), শিবরাম এলাকার মৃত আলম মিয় ও ছেলে ওবায়দুল ইসলাম(২৬), সাদেক নগর এলাকার ইসলামের ছেলে ময়নুল হক (২৩) ও আমিনুল ইসলামের ছেলে সোহেল রানা(২২)। তাদের নিকট হতে ৪টি মোবাইল ফোন, নগদ ৪৬০০ টাকা, ২টি ডেবিট কার্ড উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে জয়পুরহাট সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |