আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ১২:২০
জয়পুরহাট প্রতিনিধিঃ-ধর্ষনের মিথ্যা মামলা করার দায়ে জয়পুরহাটের বিষ্ণপুর গ্রামের রবিউল ইসলামের স্ত্রী মামলার বাদী মুন্নুজান বিবিকে ৫ বছরের কারাদন্ড দিয়েছে আদালত। মঙ্গলবার বিকেলে জয়পুরহাটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক মোঃ রুস্তম আলী এ রায় দেন।
আদালত সূত্রে জানা গেছে, চলতি বছরের ০১ ফেব্রæয়ারি মাসে আসামী একই গ্রামের মারুফসহ ৪ জন যুবক বাদীনীর কন্যা অষ্টম শ্রেণির ছাত্রী মাদ্রসায় যাওয়ার সময় তুলে নিয়ে গিয়ে ধর্ষন করে। এর পর দিন বাদী জয়পুরহাট নারী ও শিশু নির্যাতন দমন আদালতে মামলা করলে বিচারক পুলিশকে মামলা তদন্তের নির্দেশ দেয়।
আদালতে আইনজীবিদের পাল্টাপাল্টি যুক্তিতর্ক এবং বাদী ও স্বাক্ষীদের জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে জানা যায়, পূর্ব শত্রæতার জেরে এই মামলার আসামীদেরকে জব্দ করতেই এমন মিথ্যা মামলা করা হয়েছে।
ধর্ষনের এমন মিথ্যা মামলা করায় মুন্নুজানকে ৫ বছরের কারাদন্ড ও একই সাথে মারুফ হোসেনসহ বাকি আসামীদের এ মামলা থেকে অব্যাহতির আদেশ দেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক।
এ মামলার বাদিনী পক্ষের আইনজীবি ছিলেন- এ্যাডভোকেট দেলোয়ার হোসেন।রাষ্ট্র পক্ষের আইনজীবি (পিপি) এ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মন্ডল ঘটনার সত্যতা স্বীকার করেন।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |